লালন শেখের ময়নাতদন্তের ভিডিওগ্রাফি চাইল হাইকোর্ট
- Published by:Rukmini Mazumder
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
'শুধু লালন শেখ নয়, এটা মাথায় রাখবেন বগটুই ঘটনায় অনেকেই নিজের লোক হারিয়েছেন', লালনের পরিবারের আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য বিচারপতির।
#কলকাতা: লালন শেখ অস্বাভাবিক মৃত্যু মামলায় রক্ষাকবচ বহালই থাকছে সিবিআই অফিসারদের। সোমবার দু'দফায় দীর্ঘ শুনানি হয় সিবিআই আবেদনে। CBI হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যু মামলায় বেশ কিছু প্রশ্নের কৈফিয়ত চাইলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
সোমবার শুনানি চলাকালীন বিচারপতি সেনগুপ্তের মন্তব্য, '' FIR কি অন্য মামলার IO দের আটকানোর ট্র্যাপ? সেক্ষেত্রে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি জমা দিক রাজ্য। 'শুধু লালন শেখ নয়, এটা মাথায় রাখবেন বগটুই ঘটনায় অনেকেই নিজের লোক হারিয়েছেন'' লালনের পরিবারের আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য বিচারপতির। সিবিআই মনে করছে FIR দায়েরের আগে প্রাথমিক অনুসন্ধানের প্রয়োজন। তাহলে সেই অনুসন্ধানের আগে তারা এটা আত্মহত্যা ধরে নিচ্ছে কীভাব, পাল্টা সওয়াল রাজ্যের। ময়নাতদন্তের আগে কোনও আঘাত নেই অথচ পোস্ট মর্টেম করার পর লালন শেখের দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেল কীভাবে? লালন শেখ মামলায় যুক্তি সিবিআই এর।
advertisement
মৃত্যুর প্রায় ২৪ ঘন্টা পর ময়নাতদন্ত। সুরতহাল রিপোর্টে কোনও সময় উল্লেখ করা হয়নি। ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনিও জানিয়েছেন কোনও আঘাতের চিহ্ন মেলেনি। অনেক সময় দেহ বিভক্তের পর অনেক আঘাত সামনে আসে। এক্ষেত্রে পোস্ট মর্টেম রিপোর্টে দুপায়ে কালসিটের চিহ্ন ছিল। যা বাইরে থেকেই দেখা যেত। সম্পূর্ণ ভ্রান্ত তথ্য দেওয়া হয়েছে। মৃতের স্ত্রী রেশমা বিবি অভিযোগ করেন ময়নাতদন্তের পর ভোর সাড়ে চারটে নাগাদ। রেশমার অভিযোগ ভিত্তিহীন। কোন হুমকি দেওয়া হয়নি। কেন inquest report রাতেই হল না। রাজ্যের গভর্নমেন্ট প্লিডার অনির্বান রায় সওয়ালে তুলে ধরেন, '' FIR হলে কি তদন্ত হবে না? প্রাথমিক তদন্ত হবেই। কেন সিআইডি থেকে ট্রান্সফার? বারবার বলা হচ্ছে রাজ্য সিবিআই তদন্ত থামাতে চাইতে, অথচ তার কোন প্রমান দেওয়া গেল না। তদন্ত ভুল হচ্ছে। এই FIR-এর সঙ্গে বগটুই-এর কোন সম্পর্ক নেই।'' বুধবার দুপুর দুটোয় ফের মামলার শুনানি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2023 7:01 PM IST