জোড়া কালবৈশাখিতে আয়লার ছায়া ফিরল কলকাতায়, ঝড়ের জেরে লন্ডভন্ড মহানগর

Last Updated:

তেরো মিনিটের ব্যবধানে নজিরবিহীন জোড়া কালবৈশাখিতে আয়লার ছায়া ফিরল কলকাতায়। মঙ্গলবার প্রথমে ঘণ্টায় চুরাশি কিলোমিটার ও পরে আটানব্বই কিলোমিটার বেগে ঝড়ের ধাক্কায় লন্ডভন্ড গোটা শহর।

#কলকাতা: তেরো মিনিটের ব্যবধানে নজিরবিহীন জোড়া কালবৈশাখিতে আয়লার ছায়া ফিরল কলকাতায়। মঙ্গলবার প্রথমে ঘণ্টায় চুরাশি কিলোমিটার ও পরে আটানব্বই কিলোমিটার বেগে ঝড়ের ধাক্কায় লন্ডভন্ড গোটা শহর। আবহাওয়াবিদদের মতে, এই প্রথম ঝড়ের উৎসস্থল ছিল কলকাতা। যে কারণে এই দাপট। শহরকে বিপর্যস্ত করে তাপমাত্রা একধাক্কায় ৯ ডিগ্রি কমিয়ে দিল এই জোড়া কালবৈশাখি।
সন্ধ্যা ৭:৪২ । কলকাতায় ঝাপটা দিল কালবৈশাখি। গতিবেগ ঘণ্টায় ৮৪কিলোমিটার।
সন্ধ্যা ৭:৫৫। তখনও ধাতস্থ হতে পারেনি কলকাতা। এবার দ্বিতীয় ঝটকা। ঝড়ের গতিবেগ এবার ঘণ্টায় ৯৮ কিলোমিটার। সঙ্গে প্রবল বৃষ্টিতে সবকিছু বিপর্যস্ত। উত্তর থেকে দক্ষিণ - গাছ পড়ে, ল্যাম্পপোস্ট উপড়ে, বিদ্যুতের তার ছিড়ে, বিভিন্ন শাখায় ট্রেন আটকে গিয়ে লন্ডভন্ড। ৭২ বছরে এই প্রথম একইদিনের মাত্র তেরো মিনিটের ব্যবধানে পর পর দুটি কালবৈশাখির সাক্ষী কলকাতা। আবহাওয়াবিদদের মতে এই ঘটনা নজিরবিহীন।
advertisement
advertisement
আবহাওয়াবিদদের কাছে এই নামেই পরিচিত এই শহর। জলবায়ু পরিবর্তনের ফলে এই শহরে এসেই মিশছে শুষ্ক বাতাসের সঙ্গে জলকনা ভরতি মেঘ। যা টেনে নিচ্ছে বঙ্গোপোসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। তবে মঙ্গলবারের ঘটনা একেবারেই ভিন্ন। আবহাওয়াবিদদের দাবি, এই প্রথম কলকাতাই ঝড় উৎসস্থল।
মঙ্গলবার সন্ধ্যার এই জোড়া ঝড়ে একধাক্কায় অনেকখানি নেমে গিয়েছে তাপমাত্রা। যদিও আবহাওয়াবিদদের মতে, এই ঝড়ের পরেও সকালের গরম থেকে কোনও রেহাই মিলবে না। বরং সকালের তাপমাত্রা আরও বাড়বে। সঙ্গে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর এই বৃষ্টির জেরে পিছিয়ে যেতে পারে বর্ষা, এই আশঙ্কাও আবহাওয়াবিদদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জোড়া কালবৈশাখিতে আয়লার ছায়া ফিরল কলকাতায়, ঝড়ের জেরে লন্ডভন্ড মহানগর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement