Kolkata Hawker: মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পরই বড় সিদ্ধান্ত! সরকারি স্বীকৃতি পাবেন ৮৭৭০ জন হকার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Kolkata Hawker: মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পরই বড় সিদ্ধান্ত। সরকারি স্বীকৃতি পেতে চলেছেন কলকাতার হকাররা। সূত্রের খবর, ঈদ পেরোলেই হকারদের দেওয়া হলে সরকারি স্বীকৃতি
কলকাতা: মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পরই বড় সিদ্ধান্ত। সরকারি স্বীকৃতি পেতে চলেছেন কলকাতার হকাররা। সূত্রের খবর, ঈদ পেরোলেই হকারদের দেওয়া হলে সরকারি স্বীকৃতি। আপাতত কলকাতা শহরের ৮৭৭০ জন হকারকে বৈধ পরিচিতি পত্র দেওয়া হবে। কলকাতা পুরসভা ও টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত।
হকার নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্বেগের পর তড়িঘড়ি অভিযানে নামে কলকাতা পুরসভা কলকাতা পুলিশ ও টাউন ভেন্ডিং কমিটি। ২০১৬ সালের সমীক্ষা অনুযায়ী কলকাতা শহরে হকারের সংখ্যা ছিল ৫৪ হাজার। যদিও হকার সংগ্রাম কমিটির মতেই এই সংখ্যাটা প্রায় ৬০ হাজার।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ২০২৪ সালে অর্থাৎ গত বছর অভিযানে নামে কলকাতা পুরসভা এবং টাউন ব্যান্ডিং কমিটি সঙ্গে কলকাতা পুলিশ। সেই অভিযানে শহরজুড়ে বৈধ হকারদের নাম ও আধার কার্ড লিঙ্ক করে তথ্য আপলোড করা হয় কলকাতা পুরসভার অ্যাপে।
আরও পড়ুন: মারতে হবে না, বিষও লাগবে না! ঘর মোছার জলে ফেলে দিন এক টুকরো…বাড়ির ছায়াও মাড়াবে না ইঁদুর
advertisement
সেই ১৪ হাজার নথিভূক্ত হকারদের মধ্যে ঈদের পরেই সরকারি পরিচিতি পত্র পেতে চলেছেন ৮ হাজারের এর বেশি। এরপর বাকি প্রায় ৬ হাজারের মতো হকারকেও সরকারি স্বীকৃতি দেওয়া হবে বলেই পুরসভা সূত্রে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2025 7:07 PM IST