ICSE-তে রাজ্যে সেরা অন্বেষা, দেশে দ্বিতীয়, কৃতী তালিকায় কলকাতার পড়ুয়াদের ছড়াছড়ি
Last Updated:
#কলকাতা:আজ আইসিএসই দশমের ফলপ্রকাশ হল। এবছর পাশের হার আটানব্বই দশমিক পাঁচ চার শতাংশ। এবছর আইসিএসই পরীক্ষা দিয়েছিল ১ লক্ষ ৯৬ হাজার ২৭১ জন। এবছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে সেরা অন্বেষা চট্টোপাধ্যায়। একই নম্বর পেয়েছেন অভি শরাফ ও রাজ ঘোষ।
কলকাতার গার্ডেন হাই স্কুলের ছাত্রী অন্বেষা চট্টোপাধ্যায় ৷ দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছেন এই ছাত্রী ছাড়াও কলকাতার আরও ২ কৃতী পড়ুয়া ৷ অন্বেষার সমান নম্বর পেয়েছে ফ্র্যাঙ্ক অ্যান্টনি স্কুলের অভি সরাফ ও কাঁকুরগাছি পূর্বাঞ্চল স্কুলের রাজ ঘোষ। তৃতীয় স্থানে রয়েছে পার্ক সার্কাস ডন বস্কো স্কুলের উপায়ন দে। তার প্রাপ্ত নম্বর ৯৯.২০ শতাংশ ৷ তবে গোটা দেশ থেকে তৃতীয় স্থান অধিকার করেছেন উপায়ন সহ মোট ২৪ জন পড়ুয়া ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2019 9:03 PM IST