Globe Cinema: ২০ বছর পর ফিরল গ্লোব সিনেমা হল! 'টেক্কা'র অ্যাডভান্স টিকিট বিক্রি করলেন দেব
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Globe Cinema Reopens: শহরবাসীর নস্টালজিয়া উস্কে দিতে চাইলে গ্লোবে প্রদর্শিত জনপ্রিয় সিনেমাগুলোর তালিকা সামনে রাখলেই যথেষ্ট! ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘ইন্টারভিউ’, ‘কোরাস’, ‘ঘরে বাইরে’, ‘ম্যাকেনাস গোল্ড’, ‘বেন হুর’, ‘জস’, ‘স্টার ওয়ারস’, ‘বেসিক ইন্সটিনক্ট’ এবং ‘টাইটানিক-এর মতো ছবি প্রথমবার গ্লোবে দেখেছিলেন যারা, তাঁদের কাছে এই হলের পুনরুদবোধন নিঃসন্দেহে আনন্দের খবর।
কলকাতা: কুড়ি বছর পর চালু হল ধর্মতলার গ্লোব সিনেমা হল। রবিবার গ্লোব সিনেমা হলে নতুন পথ চলার শুরুতে হাজির ছিলেন টলিউড সুপার স্টার দেব ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। টিকিট কাউন্টার থেকে দেব তাঁর পুজোর ছবি ‘টেক্কা’র অ্যাডভান্স টিকিট বিক্রি করলেন। পুজোয় গ্লোবে এবারে তিনটে বাংলা ছবি টেক্কা, শাস্ত্রী ও বহুরূপী দুটো স্ক্রিনে দেখানো হবে। গ্লোব সিনেমা নতুন করে খোলায় খুশি সিনেপ্রেমীরা।
আরও পড়ুন- মেঘ ভাঙা বৃষ্টিতে লন্ডভন্ড ঠাকুর দেখার ভিড়! নিম্নচাপের খেল শুরু বঙ্গ জুড়ে, পুজোয় কি হাওয়াবদল?
লিন্ডসে স্ট্রিটের সেই গ্লোব সিনেমা! মনে পড়ে? ২০ বছর আগে এই প্রেক্ষাগৃহে শেষবারের মতো সিনেমা দেখানো হয়েছিল। আবার সে আসিছে ফিরিয়া! সুখবর হল, এসপ্ল্যানেডের গ্লোব সিনেমা খোলনলচে বদলে ফিরছে। দুর্গাপুজোর আগেই উদ্বোধন হবে গ্লোবের দুই পর্দার মাল্টিপ্লেক্স।
advertisement
শহরবাসীর নস্টালজিয়া উস্কে দিতে চাইলে গ্লোবে প্রদর্শিত জনপ্রিয় সিনেমাগুলোর তালিকা সামনে রাখলেই যথেষ্ট! ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘ইন্টারভিউ’, ‘কোরাস’, ‘ঘরে বাইরে’, ‘ম্যাকেনাস গোল্ড’, ‘বেন হুর’, ‘জস’, ‘স্টার ওয়ারস’, ‘বেসিক ইন্সটিনক্ট’ এবং ‘টাইটানিক-এর মতো ছবি প্রথমবার গ্লোবে দেখেছিলেন যারা, তাঁদের কাছে এই হলের পুনরুদবোধন নিঃসন্দেহে আনন্দের খবর।
advertisement

advertisement
ঐতিহ্যময় গ্লোব সিনেমার সঙ্গে জড়িয়ে আছে পুরনো কলকাতার ইতিহাস। ১৯২২ সাল। জনসাধারণের বিনোদনের জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গড়া হয়েছিল এই সিনেমা হল। সেই থেকে একের পর এক হাউজফুল সিনেমার আঁতুড়ঘর এটিই। ২০১৪ সালে মাল্টিপ্লেক্সের রমরমার শুরুয়াতের দিনগুলিতে হঠাৎ থমকে যায় গ্লোব। ২০ বচ্ছর পর আবার সেই পুরনো স্বাদ ফিরে পেটে চলেছেন উৎসাহী দর্শক। সেপ্টেম্বরের শেষেই খুলে যাবে গ্লোব। নস্টালজিয়ার সঙ্গে যোগ হচ্ছে আধুনিকতার ছোঁয়া। নতুন গ্লোবে থাকছে দু’টি অডিটোরিয়াম! একটিতে আসন সংখ্যা ২৪৩ এবং অন্যটিতে ১৯৮ জন দর্শক বসতে পারেন। শতদীপ সাহা নামের এক ব্যক্তি গ্লোব কিনে সেটিকে নতুন করে সাজিয়েছেন।
advertisement
বহু পর্দার মাল্টিপ্লেক্সের যুগে বাংলায় সাবেক সিনেমাহলের সংখ্যা ক্রমেই কমছে। শতদীপ জানান, সারা বাংলায় মাল্টির বদলে ডুয়াল-প্লেক্স স্থাপনের চেষ্টা করছেন তিনি। তাঁর মতে, এ তো কেবল সিনেমা হল নয়, যুগের সমাহার, ইতিহাস! তাই এটিকে ‘SSR গ্লোব সিনেমাস’ নামে পুনরায় চালু করলেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2024 4:36 PM IST