Kolkata Fire: সাত সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার কারখানায়! গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, ঘটনাস্থলে দমকলের ৯ টি ইঞ্জিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
Kolkata Fire: সাত সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। জ্বলল একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানা। গল গল করে বেরোতে দেখা যায় ধোঁয়া। সূত্রের খবর অনুযায়ী, তপসিয়া থানা এলাকার আট নম্বর অবিনাশ চৌধুরী লেনের একটি কারখানাতে ঘটেছে এই ঘটনা। ঘটনাস্থলে ইতিমধ্যেই কাজ করছে দমকলের ৯ টি ইঞ্জিন।
কলকাতা: সাত সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। জ্বলল একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানা। গল গল করে বেরোতে দেখা যায় ধোঁয়া। সূত্রের খবর অনুযায়ী, তপসিয়া থানা এলাকার আট নম্বর অবিনাশ চৌধুরী লেনের একটি কারখানাতে ঘটেছে এই ঘটনা। ঘটনাস্থলে ইতিমধ্যেই কাজ করছে দমকলের ৯ টি ইঞ্জিন।
কীভাবে আগুল লাগল কারখানায়? সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্রের খবর অনুযায়ী, সকাল সাতটা নাগাদ তোপসিয়ার অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের নয়টি ইঞ্জিন। ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে আগুন। আগুন আশেপাশে ঘনবসতিপূর্ণ অঞ্চল আগুন ছড়িয়ে যাওয়ার ভয় আতঙ্কিত এলাকাবাসীরা।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত কয়েকমাসে বেশ কয়েকটি আগুন লাগার ঘটনা ঘটেছে কলকাতায়। সেপ্টেম্বরের শুরুতেই আগুন লাগে নিজাম প্যালেসে। নিজাম প্যালেসের বহুতলে আগুন লাগার খবর পাওয়া .যায়। গতকাল, রবিবার যাদবপুরের একটি দোকানে আগুন লাগার খবর পাওয়া যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2024 9:42 AM IST