Kolkata Traffic Jam: বাড়তে পারে বাইপাসের জ্যাম, ৪৫ দিনের যান নিয়ন্ত্রণের আবেদন মেট্রোপলিটন মোড়ে

Last Updated:

Kolkata Traffic Jam: এই কাজ সম্পূর্ণ হলে কবি সুভাষ-বিমানবন্দর ৩২ কিলোমিটার মেট্রো লাইন তৈরির কাজে বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে কলকাতা মেট্রো।

বাড়তে পারে বাইপাসের জ্যাম, ৪৫ দিনের যান নিয়ন্ত্রণের আবেদন মেট্রোপলিটন মোড়ে 
বাড়তে পারে বাইপাসের জ্যাম, ৪৫ দিনের যান নিয়ন্ত্রণের আবেদন মেট্রোপলিটন মোড়ে 
কলকাতা: কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরে যাঁরা যাতায়াত করেন, তাঁদের বাড়তে পারে ভোগান্তি। বেড়ে যেতে চলেছে বাইপাসের জ্যাম। বাইপাসের বেলেঘাটা লাগোয়া এলাকায় মেট্রোপলিটন ক্রসিং-এ মেট্রোর কাজের জন্য যে যান নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা করা প্রয়োজন, তার জন্যই কলকাতা পুলিশের দ্বারস্থ হল RVNL। ফলাফল স্বরূপ যানজট বাড়ার আশঙ্কা বাইপাসের এই গুরুত্বপূর্ণ অংশ জুড়ে।
ইতিপূর্বে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (RVNL)-এর তরফে ৪৫ দিনের জন্য মেট্রোর কাজের জন্য এই অংশে বেশ কিছুটা জায়গা ব্যবহারের ছাড়পত্র চাওয়া হয় কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের থেকে।
advertisement
advertisement
সায়েন্সসিটি থেকে চিংড়িঘাটা যাওয়ার দিকে অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ-বিমানবন্দর লাইনের নির্মাণ কার্যে ১২৫ মিটার একটি গ্যাপ ছিল। মেট্রোপলিটন মোড় সংলগ্ন খালের উপর থাম নির্মাণের কাজ সম্পূর্ণ করে সেই অংশে ব্রিজটি নির্মাণকাজ এগোনো সম্ভবপর ছিল। আপাতত এই নির্মাণকাজের জটিলতর অংশ সম্পন্ন হয়ে যাওয়ায় এই ৪৫ দিনের জন্য যে ট্রাফিক নিয়ন্ত্রণ প্রয়োজন তা অপেক্ষাকৃত অনেকটাই কম ভোগান্তির সৃষ্টি করবে বলে মনে করছেন নির্মাণকারী সংস্থার আধিকারিকরা।
advertisement
২৮৮ এবং ২৮৯ নং পিলারগুলির নির্মাণ কার্য সম্পন্ন করার জন্য ওই অংশের অল্প কিছু জায়গা, ঘেরাটোপ করে যান নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, যৌথ ইন্সপেকশন হওয়ার পরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে যে কবে থেকে এই নির্মাণ কার্য শুরু করা যায়। ২০২৪ সালের মার্চ মাসের মধ্যেই গ্যাপটির এই ১২৫ মিটার সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ করে ফেলতে চায় রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড।
advertisement
এই কাজ সম্পূর্ণ হলে কবি সুভাষ-বিমানবন্দর ৩২ কিলোমিটার মেট্রো লাইন তৈরির কাজে বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে কলকাতা মেট্রো। যদিও এখনও পর্যন্ত এই অরেঞ্জ লাইনের প্রথম দফায় কবি সুভাষ-রুবি মেট্রো চালু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত চালু করা সম্ভব হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Traffic Jam: বাড়তে পারে বাইপাসের জ্যাম, ৪৫ দিনের যান নিয়ন্ত্রণের আবেদন মেট্রোপলিটন মোড়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement