বিপর্যয় সামলে ফের ছুটতে চায় ‘উর্বি’, ভবিষ্যৎ বিপর্যয় মোকাবিলা দফতরের হাতে ছাড়ল হাইকোর্ট

Last Updated:

বিপর্যয় সামলে ‘উর্বি’-র ভবিষ্যৎ বিপর্যয় মোকাবিলা দফতরের হাতে ছাড়ল হাইকোর্ট । তাদের রিপোর্টেই চূড়ান্ত হবে ইস্ট-ওয়েস্টে'র রি-স্টার্ট। শুক্রবার নির্দেশে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Arnab Hazra
#কলকাতা: ফের ছুটতে চায় ‘উর্বি’। সুড়ঙ্গ তৈরি টানেল বোরিং মেশিন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর স্বপ্ন বাস্তবায়নের মেশিন। ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে হঠাৎ স্লিপ খেয়েছে বাঙালি'র স্বপ্ন। সৌজন্যে বৌবাজার বিপর্যয়। ‘চান্ডি’, অন্য টিবিএম এখনও সুড়ঙ্গে দমবন্ধ হয়ে আটকে। আর কাজ শুরু করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এই অবস্থায় সোমবার কলকাতা হাইকোর্টেকে এমআরসিএল নতুন করে কাজ শুরু করার আবেদন রাখে।সেই আবেদনের প্রেক্ষিতে জনস্বার্থ মামলার শুনানি হয় শুক্রবার।
advertisement
ইস্ট-ওয়েস্ট মেট্রোর নতুন করে কাজ শুরুর আগের এদিন শর্ত জুড়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কমিটি প্রথমে খতিয়ে দেখবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নতুন করে কাজ শুরুর বিষয়টি। তারপর রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর রিপোর্ট দেবে ৭ জানুয়ারি ২০২০।
advertisement
রিপোর্ট কাজ শুরুর পক্ষে হলে হাইকোর্ট তা বিবেচনা করবে। পাশাপাশি জনস্বার্থ মামলাকারীও ইস্ট-ওয়েস্ট মেট্রো কাজ শুরু নিয়ে তাদের লিখিত বক্তব্য জানাবে আদালতকে।
advertisement
সব রিপোর্ট এবং মতামত কাজ শুরুর পক্ষে গেলে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ নতুন করে শুরু হতে আর কোনও বাধা থাকবে না। কেএমআরসিএল বউবাজার বিপর্যয়ের পর নতুন করে কাজ শুরু করতে চেয়ে হাইকোর্টে আবেদন জানায়।তাদের আবেদনের ভিত্তিতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে'র আজ এই পর্যবেক্ষণ ও নির্দেশ।
"উর্বী" কে দিয়ে শিয়ালদা পর্যন্ত সুড়ঙ্গ তৈরির কাজ এগিয়ে নিয়ে যেতে চায়মেট্রো কর্তৃপক্ষ। ৭০০-৮০০ মিটার সুড়ঙ্গ তৈরি করলেই উর্বী শিয়ালদহ পৌঁছে যাবে। সাড়ে তিন মাস কাজ বন্ধ। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই উর্বিকে ৫ মিটার শিয়ালদহ অভিমুখে এগোনো হয়। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এই প্রক্রিয়া চলে।
advertisement
উর্বির এই পরীক্ষার পর ইঞ্জিনিয়াররা(নাম প্রকাশে অনিচ্ছুক) জানাচ্ছেন সুড়ঙ্গ তৈরীর কাজ শুরু হলে আর কোন অসুবিধা হবে না। সময় নষ্ট না করে তাই শিয়ালদহের মুখে সুড়ঙ্গ তৈরীর কাজ শুরু করতে চাইছে কেএমআরসিএল।
সূত্রের খবর,উর্বি শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গ তৈরি সম্পূর্ণ করলে, তাকে দিয়েই চান্ডির কাজটাও করানো যাবে। সে ক্ষেত্রে বড় অন্তরায় হতে পারে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা।তাই হাইকোর্টে সুড়ঙ্গ তৈরীর কাজ শুরুর আবেদন।
advertisement
ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প গোটা দেশে এক সোনালী প্রকল্প। হুগলি নদীর নিচে দিয়ে টানেল তৈরীর কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বউবাজার বিপর্যয় কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছিল কেএমআরসিএল-কে। বউবাজার বিপর্যয় সামলে,পূনর্বাসনের সমস্যা কাটিয়ে উঠে নতুন উদ্যমে ছুটতে চাইছে এখন "উর্বি"।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিপর্যয় সামলে ফের ছুটতে চায় ‘উর্বি’, ভবিষ্যৎ বিপর্যয় মোকাবিলা দফতরের হাতে ছাড়ল হাইকোর্ট
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement