Kolkata Dhapa: বাইপাস থেকে দেখা যাওয়া ধাপা অতীত, ৫৪১ বিঘা জমিতে তৈরি হচ্ছে কলকাতার বিকল্প ধাপা! দেওয়া হল ক্ষতিপূরণের চেক

Last Updated:

Kolkata Dhapa: কলকাতা পুরসভার জমি হলেও যেহেতু সেখানে চাষাবাদ করছিলেন কৃষকরা, তাই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে চাষীদের।

এবার বিকল্প ধাপা কলকাতায়
এবার বিকল্প ধাপা কলকাতায়
কলকাতা: বর্তমান ধাপার বিকল্প নতুন থাকার জন্য ক্ষতিপূরণের চেক বিলি। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় দ্বিতীয় দফার চেক বিলি শুরু হল। ধাপা সংলগ্ন পূর্ব কলকাতাতেই ৫৪১ বিঘা জমি। বিকল্প ধাপা তৈরি করতে প্রায় ৫৫ কোটি টাকা খরচ হবে।
পুজোর আগে প্রথম পর্বের চেক বিলি শুরু হয়েছিল। কলকাতা পুরসভার জমি হলেও যেহেতু সেখানে চাষাবাদ করছিলেন কৃষকরা, তাই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে চাষীদের।
advertisement
advertisement
বর্তমানে ১৮০ বিঘা জমির উপর রয়েছে কলকাতা ধাপা ডাম্পিং গ্রাউন্ড। এখানেই বর্তমানে বিভিন্ন প্রসেসিং ইউনিট তৈরি করেছে কলকাতা রসভা
নতুন করে বিকল্প ধাপার সন্ধান করছিল কলকাতা রসভারসেখানে ৫৪১ বিঘা জমিতে তৈরি হবে বিকল্প ধাপা। এর মধ্যে ৩৬০ বিঘা জমিতে অত্যাধুনিক বিভিন্ন প্রসেসিং প্ল্যান তৈরি হবে যেগুলি হবে পরিবেশবান্ধব
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Dhapa: বাইপাস থেকে দেখা যাওয়া ধাপা অতীত, ৫৪১ বিঘা জমিতে তৈরি হচ্ছে কলকাতার বিকল্প ধাপা! দেওয়া হল ক্ষতিপূরণের চেক
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement