Kolkata Dhapa: বাইপাস থেকে দেখা যাওয়া ধাপা অতীত, ৫৪১ বিঘা জমিতে তৈরি হচ্ছে কলকাতার বিকল্প ধাপা! দেওয়া হল ক্ষতিপূরণের চেক
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Kolkata Dhapa: কলকাতা পুরসভার জমি হলেও যেহেতু সেখানে চাষাবাদ করছিলেন কৃষকরা, তাই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে চাষীদের।
কলকাতা: বর্তমান ধাপার বিকল্প নতুন থাকার জন্য ক্ষতিপূরণের চেক বিলি। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় দ্বিতীয় দফার চেক বিলি শুরু হল। ধাপা সংলগ্ন পূর্ব কলকাতাতেই ৫৪১ বিঘা জমি। বিকল্প ধাপা তৈরি করতে প্রায় ৫৫ কোটি টাকা খরচ হবে।
পুজোর আগে প্রথম পর্বের চেক বিলি শুরু হয়েছিল। কলকাতা পুরসভার জমি হলেও যেহেতু সেখানে চাষাবাদ করছিলেন কৃষকরা, তাই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে চাষীদের।
advertisement
advertisement
বর্তমানে ১৮০ বিঘা জমির উপর রয়েছে কলকাতা ধাপা ডাম্পিং গ্রাউন্ড। এখানেই বর্তমানে বিভিন্ন প্রসেসিং ইউনিট তৈরি করেছে কলকাতা পুরসভা।
নতুন করে বিকল্প ধাপার সন্ধান করছিল কলকাতা পুরসভার। সেখানে ৫৪১ বিঘা জমিতে তৈরি হবে বিকল্প ধাপা। এর মধ্যে ৩৬০ বিঘা জমিতে অত্যাধুনিক বিভিন্ন প্রসেসিং প্ল্যান তৈরি হবে যেগুলি হবে পরিবেশবান্ধব।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 06, 2025 5:34 PM IST









