Kolkata Death Mystery: কলকাতায় ভয়ঙ্কর ঘটনা! গল্ফগ্রিন থেকে উদ্ধার তরুণীর গলাকাটা দেহ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Susmita Goswami
Last Updated:
Kolkata Death Mystery: কলকাতায় ভয়ঙ্কর ঘটনা, উদ্ধার হল তরুণীর গলাকাটা মৃতদেহ! বুধবার সন্ধেয় গল্ফগ্রিন থানার পিছনের দিক থেকে এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধার করা হয়।
কলকাতা: কলকাতায় ভয়ঙ্কর ঘটনা, উদ্ধার হল তরুণীর গলাকাটা মৃতদেহ! বুধবার সন্ধেয় গল্ফগ্রিন থানার পিছনের দিক থেকে এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধার করা হয়। তরুণীর বয়স ৩০, নাম নাফিসা খাতুন।
স্থানীয় সূত্রে খবর, গলফগ্রীন থানার উল্টোদিকে চায়ের দোকান ছিল নাফিসা এবং তাঁর মায়ের। দুজনে মিলেই দোকানটি চালাত। যে বাড়িতে তরুণী থাকতেন সেই বাড়িতেই খাটের নীচ থেকে দেহটি উদ্ধার করেছে কলকাতা পুলিশ। ওই বাড়িতে নাফিসা মায়ের সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
মৃতদেহটি প্রাথমিক পর্যবেক্ষণ করে পুলিশ জানিয়েছে, গলায় ধারালো অস্ত্রের দাগ রয়েছে। এই খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গল্ফগ্রিন থানার পুলিশ।
তদন্তের জন্য পৌঁছেছেন লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও। কখন মৃত্যু হয়েছে, মৃত্যুর আগের পরিস্থিতি কী ছিল, আততায়ী কোন পথে এসেছে, কোন ধরনের অস্ত্র দিয়ে তাঁকে খুন করা হতে পারে সবই খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2025 10:16 PM IST