#কলকাতা: কত প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের চারপাশে ৷ কেন চেনা, কেউ অচেনা, কেউ অপরিচিত, কেউ বা স্বল্প চেনা ৷ কত তুখড় অভিনেতা, গায়ক, নৃত্যশিল্পী, বাজনা বাদক, বক্তা, শিল্পী রয়েছেন আমাদের ঘিরে ৷ কতটুকুই বা চিনি আমরা তাঁদের ? কেউ হয়তো পেশাসূত্রে একেবারে অন্য জগতের মানুষ, হয়তো নিজেদের নেশাকে উপার্জনের পথ হিসাবে বেছে নিতে পারেননি তাঁরা ৷ কিন্তু প্রতিভারা তো মরে যায় না ৷ সুপ্ত হয়ে তারা থেকে যায় মানুষের অন্তরে ৷ আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে তাও রাণু মণ্ডলের মতো মানুষরা ভাইরাল হন ৷ আবার কারও সেই সুযোগও জোটে না ৷ মাঝে মধ্যে নেটদুনিয়ায় উঁকি মেরে এমন সব অবিশ্বাস্য প্রতিভাদের দেখে চমকে উঠি আমরা ৷ তেমনই মহানগরীর রাস্তায় এক সাধারণ ক্যাব চালকের কন্ঠে এমন দরদ মাখানো শাস্ত্রীর সঙ্গীত শুনে কিছুক্ষণ নিজের কানকেই যেন বিশ্বাস করানো যায় না ৷ বৃন্দা দাশগুপ্ত নামের এক মহিলা সম্প্রতি ভিডিও-টি পোস্ট করেছেন ফেসবুকে ৷ ব্রিন্দা জানিয়েছেন, বাড়ি থেকে আল্টামিরা আর্ট গ্যালারি যাচ্ছিলাম। সেসময় ক্যাব বুক করি অ্যাপ থেকে। গাড়িতে ওঠার সময় নিজ মনে গুনগুন করছিলাম। তখনই চালক জিজ্ঞাসা করেন আপনি গান ভালোবাসেন? আমি মৃদু হাসি দিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানাই। এরপর কিছু বাক্যআলাপ হয়। তারপরই শাস্ত্রীয় সঙ্গীত করেন ওই আরিয়ান সোনি নামের ক্যাব চালক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cab Driver, Classical music