Kolkata Road Tax: ৩ মাসের পরিবর্তে বছরে এককালীন করদান, রোড ট্যাক্সের নিয়ম নিয়ে আপত্তি বাস মালিকদের

Last Updated:

Kolkata Road Tax: রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, বেসরকারি বাস মালিকদের দাবি মেনেই একাধিক সিদ্ধান্ত দেখা হচ্ছে। আর গাড়ির মালিকরা যাতে সুবিধা পায় তাই একাধিক সিদ্ধান্ত সরলীকরণ করা হচ্ছে।

৩ মাসের পরিবর্তে বছরে এককালীন করদান, রোড ট্যাক্সের নিয়ম নিয়ে আপত্তি বাস মালিকদের
৩ মাসের পরিবর্তে বছরে এককালীন করদান, রোড ট্যাক্সের নিয়ম নিয়ে আপত্তি বাস মালিকদের
কলকাতা: রাজ্যের পরিবহন দফতর একটি নোটিফিকেশন জারি করেছে যে  ১১.০৬.২০২৪  থেকে রোড ট্যাক্স বিষয়ে, যার সঙ্গে বাণিজ্যিক গাড়ির বিষয় যুক্ত রয়েছে, বর্তমানে বেসরকারি বাসের যা অবস্থা ৩ মাস অন্তর রোড ট্যাক্স দিতে অনেকেই দিতে পারে না। বেসরকারি বাস মালিকরা বলছেন, ”এখন পরিবহন দফতর জানাচ্ছে, ৩ মাসের পরিবর্তে এককালীন বছরে রোড ট্যাক্স দিতে হবে। এটা এই মুহূর্তে গোদের উপর বিষফোঁড়া বাস মালিকদের কাছে।”
কলকাতার বাসের রোড ট্যাক্স একরকম, জেলার যেসব এক্সপ্রেস বাস চলে তার রোড ট্যাক্স আর একরকম। বেসরকারি বাস মালিকদের অন্যতম প্রতিনিধি তপন বন্দোপাধ্যায় জানিয়েছেন, সরকারের রাস্তায় বাস চালালে তো  দিতে হবে, কিন্তু তার পাশাপাশি রাস্তার অবস্থা তো ঠিক রাখতে হবে।এবার বর্ষা আসছে, বেশিরভাগ রাস্তার বেহাল অবস্থা হবে। এর দায়ভার কে নেবে, প্রশ্ন তুলছেন বেসরকারি বাস মালিকরা।
advertisement
advertisement
রোড ট্যাক্স সময়মতো দিতে না পারলে ফাইন দিতে হয়। ঠিক মতো রাস্তা মেরামত না করার জন্য আমাদের গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়, এবং দুর্ঘটনা ঘটে। এই সার্বিক বিষয়টি সরকারকে দেখতে অনুরোধ করছেন বাস মালিক সংগঠনের অন্যতম প্রতিনিধি টিটো সাহা৷
advertisement
বেসরকারি বাস মালিকদের তরফে দাবি তোলা হয়েছে, ১৫ বছরের বয়স ভিত্তিক যেসব বাস/মিনিবাস  বাতিল হয় প্রায় প্রতি দিন এক দু’টো, তাদের Road Tax,C F, Insurance-এর জন্য কী ব্যবস্থা আছে? তার জন্য একটি সঠিক গাইডলাইন করা হোক। অনেক বাসমালিক গাইডলাইন ঠিক না থাকার জন্য সমস্যায় পড়ছে। এই ব্যাপারে একটি সঠিক পরিকল্পনা  ও পরিকাঠামো দরকার।
advertisement
রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, বেসরকারি বাস মালিকদের দাবি মেনেই একাধিক সিদ্ধান্ত দেখা হচ্ছে। আর গাড়ির মালিকরা যাতে সুবিধা পায় তাই একাধিক সিদ্ধান্ত সরলীকরণ করা হচ্ছে। প্রয়োজনে বাস মালিকরা বা তাদের সংগঠন এসে কথা বলুক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Road Tax: ৩ মাসের পরিবর্তে বছরে এককালীন করদান, রোড ট্যাক্সের নিয়ম নিয়ে আপত্তি বাস মালিকদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement