Kolkata: মদ্যপানের প্রতিবাদ করায় কুপিয়েছিল দুষ্কৃতীরা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন ধনরাজ

Last Updated:

মদ‍্যপানের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে খুন! মৃতের নাম ধনরাজ প্রসাদ। ভয়ঙ্কর ঘটনাটি ঘটে একবালপুর লেনে! ঘটনাটি ৯ সেপ্টেম্বর রাতের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: মদ‍্যপানের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে খুন! মৃতের নাম ধনরাজ প্রসাদ। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে একবালপুর লেনে ! ঘটনাটি ৯ সেপ্টেম্বর রাতের! ধনরাজ তাঁর স্ত্রী, ছেলে, বাবা ও পরিবারের অন‍্য সদস‍্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত ১২ টা দশ নাগাদ তিনি শুনতে পান, তাঁর বাড়ির জানলার কাছে কয়েকজন যুবক গালিগালাজ করছে।
বাড়ির বাইরে বার হন ধনরাজ প্রসাদ। দেখেন, আমজাদ নামে স্থানীয় এক দুষ্কৃতী তার সঙ্গীদের নিয়ে মদ‍্যপান করে নিজেদের মধ্যে গালিগালাজ করছে। ধনরাজ প্রতিবাদ করে বলেন, ” এত রাতে কেন এখানে মদ খেয়ে ঝামেলা করছেন ?” এর পরই আমজাদ ও তার সঙ্গীরা ধনরাজকে বাড়ির সামনে থেকে টেনে নিয়ে গিয়ে চপার দিয়ে কোপাতে থাকে। ধনরাজের ভাই বাঁচাতে গেলে তাকে দেখেও আমজাদের সঙ্গীরা বন্দুক বার করে ভয় দেখাতে থাকে।
advertisement
এর পর ধনরাজকে ফেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ধনরাজকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি ছিলেন। বৃহস্পতিবার বাড়ি ফিরে শারীরিক অবস্থার অবনতি হলে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে মৃত্যু হয় ধনরাজের। পুলিশ খুনের মামলা রুজু করেছে। আলি রাজা নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata: মদ্যপানের প্রতিবাদ করায় কুপিয়েছিল দুষ্কৃতীরা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন ধনরাজ
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement