East West Metro: বৌবাজার জুড়ে উৎকণ্ঠা, আরও একটি বাড়ি ভাঙতে চায় কেএমআরসিএল
- Published by:Debamoy Ghosh
Last Updated:
অপেক্ষা তিন বাড়ির অবস্থা নিয়ে। বিপজ্জনক বাড়ি ভাঙতে চায় আগে কেএমআরসিএল৷
#কলকাতা: বৌবাজারে আরও একটি বিপজ্জনক বাড়ি ভাঙতে কলকাতা পুরসভার অনুমতি চাইল কেএমআরসিএল। গত রবিবার ত্রিপাক্ষিক বৈঠকের পরেই সিদ্ধান্ত হয়, দুর্গা পিতুরি লেনে বাড়ি ভাঙা হবে দু'টি বাড়ি, এছাড়া পুরসভা ঘোষিত বিপজ্জনক বাড়িও ভেঙে ফেলা হতে পারে।
সোমবার সকাল থেকেই দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা তৈরি ছিলেন বাড়ি ভাঙার খবর পেয়ে। দুর্গা পিতুরি লেনের ১৬ নম্বর বাড়ি ও ১৬/১ নম্বর বাড়ির বাসিন্দাদের সকাল ন'টা থেকে দশটা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল মেট্রো প্রস্তুতকারক ভারপ্রাপ্ত সংস্থা কেএমআরসিএল-এর থেকে। সকাল এগারোটা থেকে বাড়ি ভাঙার কথাও জানিয়ে দেওয়া হয় ওই সংস্থার তরফে।
advertisement
advertisement
দুর্গা পিতুরি লেনের ১৬/১ নম্বর বাড়ির বাসিন্দাদের বক্তব্য, এই বাড়িগুলিতে শুধু টাকা-পয়সা বা আসবাবপত্র নেই, এই বাড়িগুলিতে জড়িয়ে আছে অনেক দিনের স্মৃতি ও আবেগ। ১৬ ও ১৬/১ নম্বর বাড়িতে ইঞ্জিনিয়ারদের এখন আনাগোনা। সেখানে ভিডিও ক্যামেরা দিয়ে ছবি তুলে রাখার সঙ্গে ফিতে দিতে মাপা হচ্ছে প্রতিনিয়ত । বাড়িগুলির বর্তমান পরিস্থিতি রেকর্ড রাখতেই ভিডিও ক্যামেরা দিয়ে সেই ফুটেজ সংরক্ষণ করা হয়। ফিতে দিয়ে মাপার কারণ মূলত, বাড়ির বিপজ্জনক অংশ বুঝে নেওয়া ও কী পদ্ধতিতে ভাঙা হবে তা আলোচনা করা।
advertisement
কারণ বর্তমানে দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়ির অবস্থা ভাল নেই, তুলনামূলক ভাবে বেশি ক্ষতি হয়েছে ১৬ ও ১৬/১ নম্বর দুটো বাড়ি। সেই দু'টি বাড়ি ভাঙার সময় যাতে অন্য বাড়ির ক্ষতি না হয় সেদিকেই নজর রাখার জন্য বাড়ির বিভিন্ন অংশ মাপা হয় সোমবার। এই দু'টি বাড়ি আংশিক ভেঙে দেওয়ার পরে বাড়ি বিপদমুক্ত হলে আর ভাঙার কাজ হবে না সূত্রের খবর৷
advertisement
তবে বিপদমুক্ত না হলে দূর্গা পিতুরি লেনের ১৬ ও ১৬/১ বাড়ি পুরোপুরি ভাঙা হবে। এদিকে দুর্গা পিতুরি লেনের ১৫ নম্বর বাড়িটি আগেই কলকাতা পুরসভার তরফে বিপদজ্জনক বাড়ি হিসেবে ঘোষণা করা হয়েছিল, কলকাতা পুরসভার অনুমতি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সার্ভে রিপোর্ট এলেই সিদ্ধান্ত হবে এটি ভাঙা হবে কিনা বাড়িটি।
২০১৯ সালে ২৩টি বাড়ি ভেঙে দেওয়া হয় বা ভেঙে যায়, এই বছর আরও ২ টি বাড়ি ভেঙে দেবার সিদ্ধান্ত নেওয়া হলে ভাঙা বাড়ির সংখ্যা হল ২৫টি।
advertisement
বর্তমানে অবশ্য ১৬ নম্বর বাড়ি ভাঙার কাজ আটকে আইনি জটিলতায়। আর ১৫ নম্বর বাড়ি ভাঙতে অনুমতি চেয়েছে কেএমআরসিএল কলকাতা পুরসভার কাছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2022 10:20 AM IST