হোম /খবর /কলকাতা /
মহিলার অশ্লীল ব্যবহারে অভিযোগে শো-কজ কেএমডিএ-র ইনজিনিয়রকে

মহিলার অশ্লীল ব্যবহারে অভিযোগে শো-কজ কেএমডিএ-র ইনজিনিয়রকে

photo: KMDA

photo: KMDA

অভিযোগ, মিটিং সংক্রান্ত কথা না বলে যৌনতা নিয়ে কথা বলতে শুরু করেন তিনি।

  • Last Updated :
  • Share this:
    #কলকাতা: অশ্লীল ব্যবহারে অভিযুক্ত কেএমডিএ-র এক ইনজিনিয়র। অভিযোগ নগরোন্নয়ন দফতরের কাজের সঙ্গে যুক্ত এক মহিলার। ওই ইনজিনিয়রকে শো-কজ করা হয়েছে। ঘটনার নিন্দায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।কেএমডিএ-র এক ইনজিনিয়রের বিরুদ্ধে অশ্লীল ব্যবহারের অভিযোগ। ঘটনার সূত্রপাত জুন মাসে। ওই ইনজিনিয়রের ঘরে মিটিং করতে যান মহিলা। অভিযোগ, মিটিং সংক্রান্ত কথা না বলে যৌনতা নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। অশ্লীল ব্যবহার করা হয় বলেও অভিযোগ। অস্বস্তি বোধ করায় মহিলা ঘর থেকে বেরিয়ে যান। সিইওকে ঘটনার কথা জানান। সেই খবর যায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছেও৷ঘটনা সামনে আসার পরই পদক্ষেপ কেএমডিএ-র। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। শোকজ করা হয়েছে অভিযুক্ত ইনজিনিয়রকে। ঘটনার কড়া নিন্দা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের।ওই ইনজিনিয়রের বিরুদ্ধে আগেও একই ধরনের অভিযোগ ছিল। সূত্রের খবর, তাও প্রোমোশনও আটকানো হতে পারে।
    First published:

    Tags: Assault, Engineer, KMDA