Khela Hobe Diwas: খেলা হবে দিবসের দিন রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস

Last Updated:

মূল্যবৃদ্ধি থেকে এজেন্সির নিরপেক্ষতা দুই ইস্যুতেই পথে নামল শাসক দল। 

খেলা হবে দিবসের দিন রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস
খেলা হবে দিবসের দিন রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস
আবীর ঘোষাল, কলকাতা: গত রবিবার বেহালার ম্যান্টন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “১৬ অগাস্ট থেকে আন্দোলন আবার শুরু হবে। খেলা হবে দিবস। মিছিল, মিটিং, প্রতিবাদ, প্রতিরোধ, কাজকর্মও করবেন।… রাস্তায় নামতে হবে। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। তাই নতুন করে আরেকটা রাজনৈতিক যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধটা হবে খেলা হবে দিবস থেকে। খেলা হবে, সকলে খেলা হবে দিবসে অংশগ্রহণও করবেন। একটু খেলাধূলা করবেন। খেলতে খেলতে রাস্তায় মিছিল করুন না... ভাল লাগবে।”
আর তার পরিপ্রেক্ষিতেই আজ, মঙ্গলবার রাস্তায় নামলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রাজ্যের একাধিক জায়গায় আজ শাসক দলের নেতা-নেত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করছেন। মিছিলের উদ্দেশ্য এক, কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতার প্রশ্নে সরব। দুই মূল্যবৃদ্ধির মতো বিষয়ে বারবার সরব হলেও কেন্দ্রীয় সরকার চুপ। কোনও ব্যবস্থা নিচ্ছে না। এরই প্রতিবাদে আজ রাস্তায় নেমেছে শাসক দল।
advertisement
advertisement
কলকাতায় সকালবেলা মিছিল হয়, মাণিকতলা থেকে রাজাবাজার পর্যন্ত। কাউন্সিলর অয়ন চক্রবর্তী জানিয়েছেন, সাধারণ মানুষের ইস্যুগুলি থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে বিজেপি ৷ এ ছাড়া কেন্দ্রীয় এজেন্সি যা যা আচরণ করছে তা সঠিক নয়। এরই বিরুদ্ধে পথে নামল তৃণমূল।
advertisement
ইডি, সিবিআইয়ের নিরপেক্ষতার প্রশ্ন তুলে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূলের ছাত্র যুবরা। মঙ্গলবার থেকে ফের রাস্তায় শাসকদল। নেত্রীর নির্দেশে পাড়ায় পাড়ায় মিছিল, প্রতিবাদ সভার আয়োজন করা হবে। জনসভার মাধ্যমে রাজনৈতিক লড়াই চালানোর কৌশল নিয়েছে শাসকদল। ঢেলে সেজে উঠছে দলের জেলাভিত্তিক সংগঠন। ৮ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার একদিকে যেমন খেলা হবে দিবস পালিত হবে। তেমনই সন্ধ্যাবেলা থেকে বিভিন্ন এলাকায় মিটিং মিছিলের ডাক দেওয়া হয়েছে।
advertisement
শনিবার, রবিবার করে এলাকায় সকালবেলা মিটিং মিছিলের কথা বলা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। সামনে পঞ্চায়েত ভোট। পুজোর পর থেকেই পুরোদমে রাজনৈতিক দলগুলি মাঠে নেমে পড়বে। শুরু হয়ে যাবে ভোটের প্রস্তুতি। তার আগে তৃণমূলের খেলা হবে দিবস থেকে এই মিটিং মিছিল বিরোধীদের পাল্টা কোণঠাসা করার জন্য কার্যত প্রাক প্রস্তুতি বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Khela Hobe Diwas: খেলা হবে দিবসের দিন রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement