Kasba Hotel Death Update: পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বহুজাতিক সংস্থায় চাকরি! দুই সঙ্গীকে নিয়ে কেন কসবার হোটেলে যুবক? বাড়ছে রহস্য

Last Updated:

শুক্রবারই রাত আড়াইটে নাগাদ ওই হোটেল ছেড়ে বেরিয়ে যান আদর্শের সঙ্গী ওই পুরুষ এবং মহিলা৷

কসবার হোটেলে উদ্ধার হয় আদর্শ লোসালালকার (৩৩) দেহ৷
কসবার হোটেলে উদ্ধার হয় আদর্শ লোসালালকার (৩৩) দেহ৷
কসবার হোটেলে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে৷ জানা গিয়েছে, মৃত যুবক আদর্শ আদর্শ লোসালালকা (৩৩) পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট৷ বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা আদর্শ কলকাতার একটি নামী বহুজাতিক সংস্থায় চাকরি করতেন৷
পুলিশ সূত্রে খবর, কসবার ওই হোটেলের ঘরে নগ্ন এবং পা বাঁধা অবস্থায় ছিল আদর্শের দেহ৷ একটি অনলাইন অ্যাপের মাধ্যমে কসবার হোটেলের দুটি ঘর বুক করেছিলেন তিনি৷ নিজের এবং আরও দু জন পুরুষ এবং মহিলার নামে ঘর বুক করা হয়৷ তকোনও ডেটিং অ্যাপের মাধ্যমে ওই দু জনের সঙ্গে আদর্শের পরিচয় হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ ওই হোটেলে ওঠেন আদর্শ এবং বাকি দু জন৷
advertisement
শুক্রবারই রাত আড়াইটে নাগাদ ওই হোটেল ছেড়ে বেরিয়ে যান আদর্শের সঙ্গী ওই পুরুষ এবং মহিলা৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাত আড়াইটা নাগাদ দুজন হোটেল থেকে বেরিয়ে হেঁটে চলে যাচ্ছেন কসবা মেইন রোডের দিকে, অর্থাৎ হোটেল থেকে বেরিয়ে বা দিকে রাত আড়াইটে নাগাদ দুজনতে হোটেল থেকে বেরিয়ে কসবা মেন রোডের দিকে হেঁটে যেতে দেখা গিয়েছে৷ প্রাথমিক ভাবে ওই দু জনের উপরেই সন্দেহ গিয়ে পড়েছে তদন্তকারীদের৷ মৃত যুবকের সঙ্গী ওই পুরুষ এবং মহিলারই খোঁজ চালাচ্ছে পুলিশ৷
advertisement
advertisement
তদন্তে নেমে মৃত যুবকের বাবার সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ৷ মৃতের বাবা জানিয়েছেন, শুক্রবার দিন বিকেলেই শেষ বার ছেলের সঙ্গে কথা হয়েছিল তাঁর৷ তখন বাবাকে আদর্শ জানিয়েছিলেন, তিনি নিউ আলিপুরের কোথাও যাচ্ছেন৷ যদিও সেদিন রাতেই কসবার ওই হোটেলে পৌঁছন আদর্শ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba Hotel Death Update: পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বহুজাতিক সংস্থায় চাকরি! দুই সঙ্গীকে নিয়ে কেন কসবার হোটেলে যুবক? বাড়ছে রহস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement