Kasba Hotel Death Update: পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বহুজাতিক সংস্থায় চাকরি! দুই সঙ্গীকে নিয়ে কেন কসবার হোটেলে যুবক? বাড়ছে রহস্য
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
শুক্রবারই রাত আড়াইটে নাগাদ ওই হোটেল ছেড়ে বেরিয়ে যান আদর্শের সঙ্গী ওই পুরুষ এবং মহিলা৷
কসবার হোটেলে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে৷ জানা গিয়েছে, মৃত যুবক আদর্শ আদর্শ লোসালালকা (৩৩) পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট৷ বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা আদর্শ কলকাতার একটি নামী বহুজাতিক সংস্থায় চাকরি করতেন৷
পুলিশ সূত্রে খবর, কসবার ওই হোটেলের ঘরে নগ্ন এবং পা বাঁধা অবস্থায় ছিল আদর্শের দেহ৷ একটি অনলাইন অ্যাপের মাধ্যমে কসবার হোটেলের দুটি ঘর বুক করেছিলেন তিনি৷ নিজের এবং আরও দু জন পুরুষ এবং মহিলার নামে ঘর বুক করা হয়৷ তকোনও ডেটিং অ্যাপের মাধ্যমে ওই দু জনের সঙ্গে আদর্শের পরিচয় হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ ওই হোটেলে ওঠেন আদর্শ এবং বাকি দু জন৷
advertisement
শুক্রবারই রাত আড়াইটে নাগাদ ওই হোটেল ছেড়ে বেরিয়ে যান আদর্শের সঙ্গী ওই পুরুষ এবং মহিলা৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাত আড়াইটা নাগাদ দুজন হোটেল থেকে বেরিয়ে হেঁটে চলে যাচ্ছেন কসবা মেইন রোডের দিকে যেতে দেখা যায়৷ প্রাথমিক ভাবে ওই দু জনের উপরেই সন্দেহ গিয়ে পড়েছে তদন্তকারীদের৷ মৃত যুবকের সঙ্গী ওই পুরুষ এবং মহিলারই খোঁজ চালাচ্ছে পুলিশ৷
advertisement
advertisement
তদন্তে নেমে মৃত যুবকের বাবার সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ৷ মৃতের বাবা জানিয়েছেন, শুক্রবার দিন বিকেলেই শেষ বার ছেলের সঙ্গে কথা হয়েছিল তাঁর৷ তখন বাবাকে আদর্শ জানিয়েছিলেন, তিনি নিউ আলিপুরের কোথাও যাচ্ছেন৷ যদিও সেদিন রাতেই কসবার ওই হোটেলে পৌঁছন আদর্শ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 23, 2025 11:29 AM IST










