Kasba Case Update: কসবার হোটেলে ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা! আদর্শকে খুনের কারণ কী, জাল গোটাচ্ছে পুলিশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kasba Case Update: রাত দুটো নাগাদ ধ্রুব মিত্র এবং কামাল সাহা হোটেল থেকে বেরিয়ে যায়।
কলকাতা: কসবার হোটেলে বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা আদর্শ লোসাল্কাকে খুনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য? অভিযুক্ত দুই জনকে জেরা করে একাধিক তথ্য পেয়েছে পুলিশ। সোমবার দু’জনকে আদালতে হাজির করানো হবে। পুলিশ সূত্রে খবর, ২১ তারিখ সাড়ে নটার সময় হোটেলে প্রবেশ করে তিনজন।
advertisement
তারপর একটি ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করেন। রাত দুটো নাগাদ ধ্রুব মিত্র এবং কামাল সাহা হোটেল থেকে বেরিয়ে যায়। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দেখে বোঝা যায় তিনজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল।
advertisement
কামাল সাহার বাড়ি ব্যারাকপুরে, আর ধ্রুব মিত্রের বাড়ি নদিয়ায়। দমদমে দুজন লিভ ইনে থাকত। আদর্শের দুটো ফোন এবং মানিব্যাগ নিয়ে অ্যাপ বাইকে করে উল্টোডাঙ্গা চলে যান। সেখান থেকে আদর্শের আকাউন্ট থেকে ৭ হাজার টাকা তোলেন অভিযুক্তরা।
advertisement
আদর্শের সঙ্গে কামালের পরিচয় হয়েছিল ডেটিং অ্যাপে দুজনের আধার কার্ড দেওয়া হয়েছিল। খুনের মোটিভ কী আছে, কী কারণে বচসা তৈরি হয়েছে, এখন পর্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে না। অভিযুক্তদের বয়ান অনুযায়ী ২০ তারিখ ডেটিং অ্যাপে যোগাযোগ হয়। ২১ তারিখ দেখা করেন তাঁরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2025 5:00 PM IST

