কড়েয়ায় ব্যবসায়ীর ২ শিশুকে অপহরণ, অপহরণের ছক মামার

Last Updated:

মামার ষড়যন্ত্রেই অপহরণের ছক কড়েয়ায়। খুদে ভাগ্নে, ভাগ্নীকে চকোলেট কিনে দেওয়ার নাম করে বাড়ির বাইরে নিয়ে গিয়ে

#কলকাতা: মামার ষড়যন্ত্রেই অপহরণের ছক কড়েয়ায়। খুদে ভাগ্নে, ভাগ্নীকে চকোলেট কিনে দেওয়ার নাম করে বাড়ির বাইরে নিয়ে গিয়ে বান্ধবীর হাতে তুলে দেয় মিরাজ। মুক্তিপণ দাবি করে বাড়িতে ফোন করে বান্ধবী ও তার সঙ্গীরা । পুলিশি তৎপরতায় আগেই জালে ধরা পড়ে মিরাজ। তাকে জেরা করে শ্রীরামপুরের খটিকবাজার থেকে বান্ধবী খুশবু সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীরামপুর স্টেশন থেকে উদ্ধার হয় শিশু দুটি।
পনের বছর সম্পর্ক ছিল না। হঠাতই শুক্রবার কড়েয়ায় দূর সম্পর্কের বোনের বাড়িতে হাজির মিরাজ। তখন ঘুন্নাক্ষরেও কেউ ধরতে পারেনি তার অভিসন্ধি। দিনভর টু-কে রাধাগোবিন্দ সাহা লেনের বাড়িতে কাটিয়ে সন্ধেবেলা পাঁচ বছরের ভাগ্নে ও ছ বছরের ভাগ্নীকে নিয়ে বাইরে যায় মিরাজ। রাতে একাই বাড়ি ফেরে। বাচ্ছাদের কথা জানতে চাওয়ায় বলে, আগেই তাদের বাড়ির সিঁড়ির সামনে ছেড়ে দিয়ে গেছে। সন্দেহ হওয়ায় সেদিন রাতেই মিরাজকে কড়েয়া থানার হাতে তুলে দেওয়া হয়।
advertisement
মিরাজকে জেরা করে আসল তথ্য সামনে আসে। জানা যায় শিশু দুটিকে বান্ধবীর হাতে তুলে দিয়েছে মিরাজ। তদন্তে নামে পুলিশ।
advertisement
কোন পথে তদন্ত-
বাড়ি থেকে শিশুদের নিয়ে বেরিয়ে বান্ধবী খুশবুর হাতে তুলে দেয় মিরাজ ৷ তাদের নিয়ে হুগলি হয়ে শ্রীরামপুর চলে যায় খুশবু ৷ শ্রীরামপুরের খটিকবাজারে এক ভাড়া বাড়িতে বাচ্ছা দুটিকে রাখা হয় ৷ শনিবার তিন লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে কড়েয়ার বাড়িতে দেড় লক্ষ টাকায় রফা হয় ৷ কিন্তু অপহরণকারীদের কথা মত হাওড়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম ও কোন্নগর স্টেশনে মুক্তিপণের টাকা নিয়ে গিয়ে তাদের দেখা পাওয়া মেলে না ৷ অপহরণকারীদের ফোনও বন্ধ হয়ে যায় ৷ যোগাযোগ করা হয় কোন্নগরের জিআরপির সঙ্গে ৷ প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হয় শিশু দুটি৷
advertisement
পুলিশের দাবি, পেশাদার নয়। তাই শেষ মুহূর্তে ভয় পেয়ে পিছিয়ে যায় অপহরণকারীরা। খুশবুর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে খটিকবাজারের ভাড়া বাড়ি থেকে খুশবু , খুশবুর ভাই সাজাহান আলি ও সানিকে গ্রেফতার করে পুলিশ।
শ্রীরামপুরের বাসিন্দা বাইশ বছরের খুশবু দশ বছর ঘরছাড়া। বিয়ের পর নতুন ব্যবসা শুরু করতে চায় মিরাজ ও খুশবু। সেই রসদ জোগাড় করতেই অপহরণের ছক বলে জেরায় জানায় ধৃতরা। আগে কড়েয়ায় এসে রেইকিও করে যায় দুজনে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
কড়েয়ায় ব্যবসায়ীর ২ শিশুকে অপহরণ, অপহরণের ছক মামার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement