#মুম্বই: আমফানের তাণ্ডবে বিপর্যন্ত বাংলা ৷ বুধবার পশ্চিবঙ্গের উপর দিয়ে বয়ে গিয়েছে ভয়ঙ্কর সুপার সাইক্লোন আমফান ৷ পরিস্থিতি যে এতটা খারাপ হতে চলেছে তা হয়তো কেউ ভাবেনি ৷ একদিকে করোনা অন্যদিকে আমফান ৷ ভয়ঙ্কর কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলা ৷ আর এই সময়ে মানুষের পাশে থাকার বার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন করিনা কাপুর ৷
আমফানে ধ্বংসস্তূপে পরিনত হয়েছে একাধিক জায়গা ৷ ভয়াবহ সেই ছবি দেখে শিউরে উঠেছে সকলে ৷ এর জেরে বিভিন্ন জায়গায় গাছ পড়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে গিয়েছে ৷ একাধিক জায়গায় এখনও বিদ্যুৎ আসেনি ৷ মিলছে না পানীয় জলও ৷ দুই ২৪ পরগনার অবস্থা অত্যন্ত খারাপ ৷ একাধিক মানুষের বাড়ি ছাদ উড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে কাঁচা বাড়ি ৷ এর জেরে মাথার উপর ছাদ হারিয়েছে বহু মানুষ ৷
সোশ্যাল মিডিয়ায় আমফানে বিধ্বস্ত বাংলার ছবি পোস্ট করেছেন করিনা কাপুর ৷ শুধু তাই নয় ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন ‘prayforbengal’, ‘helpbengal’, ‘nomediacoverage’ হ্যাশট্যাগ ৷ সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের মাধ্যমে দুর্গত মানুষদের পাশে আছেন বলে বার্তা দেন করিনা কাপুর খান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amphan, Amphan Affected Bengal, Kareena Kapoor, Kareena Shares Picture Of Amphan