কল্পতরু উৎসব: মন বাসনা পূর্ণ করতে ভক্তের ঢল কাশীপুর উদ্যানবাটীতে, পুজো দিতে ভিড় দক্ষিণেশ্বরেও

Last Updated:
#কলকাতা: পয়লা জানুয়ারি কল্পতরু শ্রীরামকৃষ্ণকে স্মরণ। আজ, বুধবার সকাল থেকেই পরমহংস দেবের আদর্শের স্পর্শ পেতে কাশীপুর উদ্যানবাটীতে রামকৃষ্ণ অনুরাগীদের ঢল।
রামকৃষ্ণ পরমহংদেব তখন বেশ অসুস্থ ছিলেন। সেসময় তাঁকে নিয়ে আসা হয় কাশীপুর উদ্যানবাটীতে। ১৮৮৬ সালের প্রথম দিন, সেখানেই কল্পতরু হলেন রামকৃষ্ণ। ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি, সবার চৈতন্য হোক বলে আশীর্বাদ করেছিলেন ঠাকুর। ইচ্ছেপূরণের কল্পতরু উৎসবে প্রতিবারের মতো এবারও কাশীপুর উদ্যানবাটীতে বিশেষ পুজো পাঠের আয়োজন ও ভক্তসমাগম। কল্পতরু উৎসব। প্রতি বছর ১ জানুয়ারি এই উৎসব উপলক্ষে ভোর থেকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শনার্থীর ঢল নামে। ১৮৮৬ সালের ১ জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণের এক বিশেষ লীলামাহাত্ম্যের কারণেই এই দিনটি রামকৃষ্ণ ভক্তরা পালন করেন।
advertisement
download
advertisement
ঠিক কী করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ? ১৮৮৫ সালের প্রারম্ভে তিনি ক্লার্জিম্যান’স থ্রোট রোগে আক্রান্ত হন। ক্রমে এই রোগ গলার ক্যানসারের আকার ধারণ করে। কলকাতার শ্যামপুকুর অঞ্চলে তাঁকে নিয়ে আসা হয়। বিশিষ্ট চিকিৎসক মহেন্দ্রলাল সরকার তাঁর চিকিৎসায় নিযুক্ত হন। অবস্থা সংকটজনক হলে ১৮৮৫ সালের ১১ ডিসেম্বর তারিখে তাঁকে স্থানান্তরিত করা হয় কাশীপুরের এক বিরাট বাগানবাড়িতে। এখানেই লোকশিক্ষক পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ নিজেকে কল্পতরু হিসেবে ঘোষণা করেন এই দিন। কাশীপুর বাগানবাড়িতে ঘুরতে ঘুরতে ১ জানুয়ারি সকালবেলা গিরিশচন্দ্র ঘোষকে নিজের অবতারত্ব জিজ্ঞেস করেন ঠাকুর।
advertisement
গিরিশ ঘোষ প্রত্যুত্তরে বলেন, ‘‘ব্যাস-বাল্মিকী যাঁর ইয়ত্তা করতে পারেনি, এই অধম গিরিশ তাঁর কি বলবে।’’ঠাকুর প্রায় সমাধিস্থ অবস্থায় বলেন— ‘‘তোমাদের কি আর বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হউক।’’ এই সময়ে ঠাকুর উপস্থিত গৃহী ভক্তদের বুক পিঠে হাত বুলিয়ে দেন। সেই স্পর্শে অলৌকিকের ছোঁয়া অনুভব করেছিলেন উপস্থিত গৃহী ভক্ত ও অন্যান্য ঠাকুর-ঘনিষ্ঠরা। ঠাকুরের এই উক্তিকে পরম মহিমা বলে মনে করেন ভক্তরা। মানুষের দুঃখ যন্ত্রণা অনুভব করেই যেন ঠাকুরের এই আশীর্বাদ— চিন্ময় চৈতন্য সত্তার জাগরণের আশিস। এই দিনটি তাই চিহ্নিত হয়ে রয়েছে জাগতিক চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে। এই দিনটিকে ‘কল্পতরু দিবস’ হিসেবে সবাই জানেন। কিন্তু এই প্রাপ্তি কোনও জাগতিকতায় আবদ্ধ নয়। এই প্রাপ্তি পারমার্থিক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কল্পতরু উৎসব: মন বাসনা পূর্ণ করতে ভক্তের ঢল কাশীপুর উদ্যানবাটীতে, পুজো দিতে ভিড় দক্ষিণেশ্বরেও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement