রাত ১২.৫২ মিনিটে মুখ খুললেন কালীঘাটের কাকু! বার বার বলানো হল এই তিন বাক্য

Last Updated:

সূত্রের খবর, প্রথম দিকে প্রায় একঘণ্টা সুজয়কৃষ্ণ ভদ্র মুখে কুলুপ এঁটেছিলেন৷

শেষ পর্যন্ত সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুুনা পেল ইডি৷
শেষ পর্যন্ত সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুুনা পেল ইডি৷
কলকাতা: ভয়েস টেস্টের জন্য অবশেষে মুখ খুললেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র৷ টান টান নাটকের পর বুধবার গভীর রাত ১২.৫২ মিনিটে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য তিনি মুখ খোলেন বলে সূত্রের খবর৷ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য বুধবার রাতেই এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্রকে৷
সূত্রের খবর, জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার পর সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়৷ এর জন্য আগে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসক এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল জোকা ইএসআই হাসপাতালে তৈরি ছিল৷
advertisement
জানা গিয়েছে, সুজয়কৃষ্ণ ভদ্রকে তিনটি বাক্য বার বার বলতে বলা হয়৷ সেগুলি হল, ‘আপনার নাম কী?’, ‘আপনার স্ত্রীর নাম কী?’ এবং ‘আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না’৷ সূত্রের খবর, প্রথম দিকে প্রায় একঘণ্টা সুজয়কৃষ্ণ ভদ্র মুখে কুলুপ এঁটেছিলেন৷ শেষ পর্যন্ত অবশ্য রাত ১২.৫২ মিনিটে চিকিৎসক এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের নির্দেশ মতো বাক্যগুলি বলতে রাজি হন কালীঘাটের কাকু৷
advertisement
রাত হয়ে যাওয়ায় সুজয়কৃষ্ণ ভদ্রকে আর এসএসকেএম হাসপাতালে ফেরানো হয়নি৷ কণ্ঠস্বরের নমুনা দেওয়ার পর জোকা ইএসআই হাসপাতালের কেবিনেই বিশ্রাম নেন তিনি৷ এবার সুজয়কৃষ্ণ ভদ্রের এই কণ্ঠস্বরের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ যার ফলাফলের উপর নিয়োগ দুর্নীতি তদন্তের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বলে ওয়াকিবহল মহলের মত৷
ইডি-র হাতে গ্রেফতারের পর দীর্ঘ চার মাসেরও বেশি সময় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র৷ আদালতের নির্দেশ সত্ত্বেও এতদিন তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেনি ইডি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল, সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার দোহাই দিয়ে বার বার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে বাধা সৃষ্টি করছিল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ৷ শেষ পর্যন্ত বুধবার এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের কাকুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসেন ইডি আধিকারিকরা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাত ১২.৫২ মিনিটে মুখ খুললেন কালীঘাটের কাকু! বার বার বলানো হল এই তিন বাক্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement