Kazi Nazrul University || High Court কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে 'রেজিস্ট্রারের' চাকরি বরখাস্ত মামলা! আপাতত স্বস্তি চন্দন কোনার...
- Published by:Sanjukta Sarkar
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Kazi Nazrul University || High Court: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনারের বরখাস্ত সিদ্ধান্তে অন্তর্বতী স্থগিতাদেশ আদালতের। তিন সপ্তাহ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
কলকাতা: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনারের বরখাস্ত সিদ্ধান্তে অন্তর্বতী স্থগিতাদেশ আদালতের। তিন সপ্তাহ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনার চাকরি বরখাস্তের নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দারস্থ হন। সেই মামলায় শেষমেশ স্বস্তি রেজিস্ট্রারের।
কোনারের আইনজীবী জয়দীপ করের সওয়াল, শুধুমাত্র এক্সিকিউটিভ কাউন্সিলের হাতে ক্ষমতা আছে চাকরি থেকে রেজিস্ট্রারকে বরখাস্ত করার। 'কাজে আসার আর কোনও দরকার নেই' ই-মেইল করে উপাচার্যের এই কথা লেখার পিছনে কোনও নির্দিষ্ট কারণ নেই। যদি রেজিস্ট্রার কোনও কাজ করতে অসমর্থ হয় তখনই এমন লেখা যায়।
advertisement
advertisement
উপাচার্যে'র আইনজীবী অরুনাংশু চক্রবর্তীর বক্তব্য, রেজিস্ট্রার প্রবেশনারি পিরিয়ডে ছিলেন। ভাইস চ্যান্সেলর তাকে অপসারিত করতে পারেন। সুপ্রিম কোর্টের রায় অনুসারে উপাচার্যের হাতে সে ক্ষমতা আছে।
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সরানো হয়েছে বেআইনিভাবে। এমনই অভিযোগ করে মামলা হয় সম্প্রতি। বিচারপতি কৌশিক চন্দ বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা। বিচারপতি চন্দ বুধবার না বসায় মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসু বেঞ্চে শুনানি হয়। ৩ সপ্তাহ পর মামলাটি নির্দিষ্ট বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
সম্প্রতি ওই বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ-অবস্থান করছেন শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের একাংশ। চন্দন কোনারকে চাকরি থেকে বরখাস্তের পর বিক্ষোভ চরমে ওঠে। আসানসোল থানায় রেজিস্ট্রার সহ শিক্ষকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 5:04 PM IST