বুথ কব্জা করে রেখেছিল তৃণমূল, উপনির্বাচনে বিজেপি-র হারের প্রতিক্রিয়া বিজয়বর্গীয়র

Last Updated:

কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদরে ব্যাপক জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস৷ কালিয়াগঞ্জ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে ২ হাজার ৩০৪ ভোটে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তপনদেব সিনহা৷ লোকসভা ভোটে এই কেন্দ্রে ৫৬ হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি৷

#কলকাতা: বুথগুলি কব্জা করেছিল তৃণমূল৷ ভোটের দিন প্রশাসনকে ব্যবহার করেছে শাসকদল৷ অনেক জায়গাতেই বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না৷ করিমপুর, কালিয়াগঞ্জ ও খড়গপুর সদরে উপনির্বাচনে বিজেপি-র ভরাডুবিতে এ ভাবেই সাফাই দিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়৷
হারের কারণ হিসেবে কৈলাসের বক্তব্য, 'বুথে কব্জা করেছিল তৃণমূল কংগ্রেস। ভোটেন দিন রাজ্য সরকারের নির্দেশেই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়নি। অনেক জায়গাতেই বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন না। সেই সুযোগ তৃণমূল কাজে লাগিয়েছে।'kailash vijayvargiya
কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদরে ব্যাপক জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস৷ কালিয়াগঞ্জ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে ২ হাজার ৩০৪ ভোটে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তপনদেব সিনহা৷ লোকসভা ভোটে এই কেন্দ্রে ৫৬ হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি৷
advertisement
advertisement
বিজেপি-র হাত থেকে খড়গপুরও ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস৷ খড়গপুরে বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার৷ দিলীপ ঘোষের খাসতালুকে বড় জয় তৃণমূলের৷ একই সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রমাণ করল, লোকসভায় খানিক ধাক্কা খেলেও বিধানসভায় জনপ্রিয়তা বজায় রয়েছে তৃণমূলের৷
বৃহস্পতিবার সকাল থেকেই খড়গপুরে ভোট গণনায় এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস৷ প্রতি রাউন্ডেই দেখা যায়, এগিয়ে গিয়েছে তৃণমূল৷ ষষ্ঠ রাউন্ড গণনার পরেই মোটামুটি নিশ্চিত হয়ে যায়, খড়গপুর বাজিমাত করতে চলেছে তৃণমূল৷ খড়গপুরে তৃণমূলের বিজয় উত্‍সবও শুরু হয়ে যায়৷ খড়গপুরে শেষ পর্যন্ত ২০ হাজারের বেশি ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বুথ কব্জা করে রেখেছিল তৃণমূল, উপনির্বাচনে বিজেপি-র হারের প্রতিক্রিয়া বিজয়বর্গীয়র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement