Jyotipriya Mallick: আর রাখল না এসএসকেএম, হাসপাতাল ছেড়ে জেলেই ফিরতে হল জ্যোতিপ্রিয়কে

Last Updated:

এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা পদ্ধতি নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিল ইডি৷

জেলেই ফিরতে হল জ্যোতিপ্রিয় মল্লিককে৷ ফাইল ছবি
জেলেই ফিরতে হল জ্যোতিপ্রিয় মল্লিককে৷ ফাইল ছবি
কলকাতা: এসএসকেএম হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেলে ফিরলেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ এ দিন সন্ধ্যায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত বনমন্ত্রীকে৷ হাসপাতাল থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তাঁকে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফিরিয়ে আনা হয়৷
প্রায় সাত সপ্তাহ ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ সম্প্রতি এসএসকেএম হাসপাতালে ভর্তি বিভিন্ন অভিযোগে ধৃত প্রভাবশালীদের চিকিৎসা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টও৷ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্টও তলব করেছিল আদালত৷ তার কিছু দিনের মধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিককে এসএসকএম হাসপাতাল থেকে ছেডে় দেওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ৷
advertisement
আরও পড়ুন: ১৯ বছরের চাকরি, হঠাৎ ছাঁটাই! গুগলের কর্মী যা লিখলেন, অবাক না হয়ে উপায় নেই
advertisement
ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন সমস্যার কথা আদালতে জানিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ প্রথমে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও করা হয় তাঁকে৷ সেখান থেকে ছাড়া পাওয়ার পর প্রথমে ইডি হেফাজত এবং তার পরে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয় বনমন্ত্রীকে৷ জেলে থাকাকালীনই ফের বুকে ব্যথার অভিযোগ করেছিলেন জ্যোতিপ্রিয়৷ তার পরেই তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠায় জেল কর্তৃপক্ষ৷ এতদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি৷
advertisement
যদিও এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা পদ্ধতি নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিল ইডি৷ জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতালে থেকেই তদন্ত প্রভাবিত করতে পারেন বলেও আদালতে আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ আদালতের নির্দেশেই এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও মোতায়েন করা হয়৷
সূত্রের খবর, এ দিন এসএসকেএম হাসপাতালের পক্ষ থেকে প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষকে জানানো হয়, বনমন্ত্রীকে আর হাসপাতালে রাখার প্রয়োজন নেই৷ তার পরেই জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে ফেরানোর ব্যবস্থা করা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: আর রাখল না এসএসকেএম, হাসপাতাল ছেড়ে জেলেই ফিরতে হল জ্যোতিপ্রিয়কে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement