Jyotipriya Mallick Hospitalized: গুরুতর অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক, জেল থেকে ভর্তি বাইপাসের ধারের হাসপাতালে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Jyotipriya Mallick hospitalized: গুরুতর অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন তিনি।
কলকাতা: গুরুতর অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন তিনি। জেলেই প্রবল ভাবে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত তিনদিন ধরেই তিনি হাসপাতালেই ভর্তি।
বৃহস্পতিবার তাঁর জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই তাঁর অসুস্থতার কথা জানিয়েছেন তাঁর আইনজীবীরা। এর আগে অসুস্থ অবস্থায় দীর্ঘ সময় এসএসকেএম হাসপাতালে কাটিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর সেই অসুস্থতা নিয়ে বিতর্কও কম হয়নি। পরে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে।
অন্যদিকে, রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনে আপত্তি জানিয়েছে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিক আবেদন জানান বিশেষ ইডি আদালতে। তাঁর বালুর আবেদনে আপত্তি জানিয়ে আদালতে রিপোর্ট পেশ করেছে ইডি। আগামী ২০ নভেম্বর ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2024 4:38 PM IST