Jyotipriya Mallick: দীর্ঘদিন জেলবন্দি, মন্ত্রিত্ব হারালেন জ্যোতিপ্রিয় মল্লিক, ২ দফতরের দায়িত্ব পেলেন কারা?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Jyotipriya Mallick: মন্ত্রিত্ব হারালেন জ্যোতিপ্রিয় মল্লিক। আজ তাঁকে দুটি দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল।
কলকাতাঃ মন্ত্রিত্ব হারালেন জ্যোতিপ্রিয় মল্লিক। ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন হাবড়ার তৃণমূল বিধায়ক। বর্তমানে জেলবন্দি তিনি। এমতাবস্থায় আজ তাঁকে দুটি দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল। তাঁর দফতর পার্থ ভৌমিক ও বীরবাহা হাঁসদাকে ভাগ করে দেওয়া হল। জেলে যাওয়ার সাড়ে তিন মাস পর দফতরবিহীন জ্যোতিপ্রিয় মল্লিক।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পদক্ষেপ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর পরামর্শে পার্থ ভৌমিককে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রি-কনস্ট্রাকশনের অর্থাৎ শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
বীরবাহা হাঁসদার হাতে তুলে দেওয়া হল স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বনদফতরের দায়িত্ব। আজ শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপালের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। তারপরেই জ্যোতিপ্রিয় মল্লিককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বসন্তের পাহাড় মাদকতায় ভরা! দোলের ছুটিতে ঘুরে আসুন মেঘে ঢাকা কালিম্পংয়ের এই গ্রামে
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন রাজ্যপালকে।জানা গিয়েছে, আলোচনার পরেই জ্যোতিপ্রিয় মল্লিক থেকে বন দফতর এবং পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রি-কনস্ট্রাকশনের দফতর অর্থাৎ শিল্প পুনর্গঠন দফতর থেকে অব্যাহতি দেওয়া হল।
প্রসঙ্গত, শিক্ষা দুর্নীতিকাণ্ডে মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হন কেন্দ্রীয় এজেন্সির হাতে। তার পরে তাঁকে মন্ত্রিসভা থেকে সরানো হয়। পরে দলের পদ থেকেও সরিয়ে দেয় তৃণমূল।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2024 9:37 PM IST