Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা, রেশন দুর্নীতি কাণ্ডে বড় অভিযানে কেন্দ্রীয় সংস্থা!
- Written by:Arpita Hazra
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Jyotipriya Mallick: এবার প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন ইডি কর্তারা। জানা গিয়েছে, দ্বাদশীর দিন সল্টলেকের বিসি ব্লকে জ্যোতিপ্রিয়র বাড়িতে সকাল সকাল তল্লাশি অভিযান শুরু করেন ইডি আধিকারিকরা।
কলকাতা: পুজো মিটতেই ফের সক্রিয় ইডি। দ্বাদশীর সকালেই রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা। জানা গিয়েছে, রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তেই রাজ্যের মন্ত্রীর বাড়িতে পৌঁছেছেন ইডির তদন্তকারীরা। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়। আপাতত বন দফতরের দায়িত্বে আছেন তিনি। এর আগে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি।
আর এবার প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন ইডি কর্তারা। জানা গিয়েছে, দ্বাদশীর দিন সল্টলেকের বিসি ব্লকে জ্যোতিপ্রিয়র বাড়িতে সকাল সকাল তল্লাশি অভিযান শুরু করেন ইডি আধিকারিকরা। এছাড়াও আরও ৭টি জায়গায় আজ হানা দিয়েছে ইডি। এর মধ্যে রয়েছে নাগেরবাজারে অবস্থিত জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়ক অমিত দের বাড়িও।
advertisement
advertisement
সকাল থেকেই আটটি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডির আধিকারিকেরা। ব্যবসায়ী বাকিবুরের সঙ্গে মন্ত্রীর কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও তল্লাশি চালাচ্ছে ইডি।
সূত্রের খবর, আজ প্রায় দশটির মতো গোয়েন্দা দল বেরিয়ে পড়েছে অভিযানে। বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করে রেশন দুর্নীতির বিভিন্ন কিছু তথ্য মিলেছে বলে দাবি গোয়েন্দাদের। সেই তথ্যের ভিত্তিতেই হানা ইডি-র। যেহেতু তৎকালীন সময়ে খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই কারণে বাকিবুর গ্রেফতার হতেই প্রাক্তন খাদ্যমন্ত্রী নাম জড়িয়ে পড়ছে রেশন দুর্নীতিতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 26, 2023 8:59 AM IST









