Jyotipriya Mallick ED: কালীপুজো কাটবে বাড়ির বাইরেই...! জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি হেফাজত বাড়ল আরও ৭ দিন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
Jyotipriya Mallick ED: রেশন দুর্নীতিতে গ্রেফতার জোত্যিপ্ৰিয় মল্লিকের ইডি হেফাজত বাড়ানোর নির্দেশ আদালতে। আরও সাতদিন মেয়াদ বাড়িয়ে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হল।
কলকাতা: রেশন দুর্নীতিতে গ্রেফতার জোত্যিপ্ৰিয় মল্লিকের ইডি হেফাজত বাড়ানোর নির্দেশ আদালতে। আরও সাতদিন মেয়াদ বাড়িয়ে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হল। ১৩ নভেম্বর ফের আদালতে পেশ করা হবে জ্যোতিপ্রিয়কে।
ইডির আইনজীবীর তরফে জানানো হয় রেশন দুর্নীতি মামলায় ১০ দিন ইডি হেফাজত দেওয়া হয়েছিল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। সেই সময় উনি হাসপাতালে ছিলেন। তাই এবার আরও ৭ দিনের জন্য ইডি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, শুক্রবার রুটিন স্বাস্থ্যপরীক্ষায় যাওয়ার সময় নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার সকালে আদালতে যাওয়ার পথে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার মন্ত্রী ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন। প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এদিন আদালতে যাওয়ার আগে ফের স্বাস্থ্যপরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
ইডির দফতর সিজিও কমপ্লক্স থেকে বেরিয়ে জ্যোতিপ্রিয় আজ সকালেই তিন বার বলেন, ‘আমি নির্দোষ’। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি মুক্ত হবেন?’। জোত্যিপ্ৰিয় বলেন, ‘ভাল নেই আমি। কোর্টে যাচ্ছি। আমি নির্দোষ। যা করেছে অনৈতিক কাজ করেছে। কোর্টে নিশ্চয়ই কোনও ভাবে মুক্তি দেবে। আমি নির্দোষ, আমি নির্দোষ।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2023 5:50 PM IST