হোম /খবর /কলকাতা /
ববিতারও চাকরি বাতিল, ফেরাতে হবে ১৬ লাখ! অঙ্কিতার সেই চাকরি এবার পাবেন অনামিকা

Babita Sarkar appointment cancel: ববিতারও চাকরি বাতিল, ফেরাতে হবে ১৬ লাখ! অঙ্কিতার সেই চাকরি এবার পাবেন অনামিকা

অঙ্কিতা অধিকারী এবং ববিতা সরকার৷

অঙ্কিতা অধিকারী এবং ববিতা সরকার৷

বিষয়টি নিয়ে নতুন করে বিভ্রান্তি তৈরি হওয়ায় আগেই অঙ্কিতা অধিকারীর থেকে পাওয়া প্রায় ১৬ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখার জন্য ববিতাকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷

  • Share this:

কলকাতা: দীর্ঘ আইনি লড়াইয়ের পর খোদ তৎকালীন মন্ত্রী কন্যা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর জায়গায় চাকরি পেয়েছিলেন তিনি৷ সেই ববিতা সরকারের চাকরিও এবার বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ ববিতার বদলে চাকরি পেলেন মেধা তালিকায় তাঁর পরে নাম থাকা অনামিকা রায়৷ তিন সপ্তাহের মধ্যে অনামিকা রায়কে চাকরি দেওয়ার জন্য এসএসসি-কে নির্দেশও দিয়েছেন বিচারপতি৷ একই সঙ্গে অঙ্কিতা অধিকারীর থেকে পাওয়া ১৬ লক্ষ টাকাও অনামিকা রায়কে দেওয়ার জন্য ববিতা সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷

বেআইনি ভাবে চাকরি পেয়েছেন, এই অভিযোগ তুলে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ববিতা সরকার৷ দীর্ঘ আইনি লড়াইয়ের পর অঙ্কিতার চাকরি বাতিল করে আদালত৷ সেই নির্দেশও দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ অঙ্কিতা সরকারের চাকরি বাতিলের পাশাপাশি বেতন বাবদ তিনি যে টাকা পেয়েছিলেন, তাও ববিতা সরকারকে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট৷ হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে অঙ্কিতার বদলে চাকরিতে যোগও দেন ববিতা৷

কিন্তু বিপত্তি বাঁধে আদালতের নির্দেশে এসএসসি চাকরিপ্রার্থীদের নম্বরের তালিকা প্রকাশের পর৷ এর পরেই হাইকোর্টের দ্বারস্থ হন অনামিকা রায় নামে আর এক চাকরিপ্রার্থী৷ তিনি দাবি করেন, অ্যাকাডেমিক স্কোরের জায়গায় ববিতাকে ২ নম্বর অতিরিক্ত দেওয়া হয়েছে৷ ববিতার অ্যাকাডেমিক স্কোর যেখানে ৩১ হওয়া উচিত, সেখানে দেওয়া হয়েছে ৩৩৷ কারণ আবেদনপত্র স্নাতক স্তরে ৬০ শতাংশ নম্বর পেয়েছিলেন বলে উল্লেখ করেন ববিতা৷ আদতে তিনি পেয়েছিলেন ৫৫ শতাংশ নম্বর৷ ফলে তাঁর অ্যাকাডেমিক স্কোরও কম হওয়ার কথা৷ নম্বর বিভ্রাট সামনে আসার পর আদালতের দ্বারস্থ হন ববিতাও৷

বিষয়টি নিয়ে নতুন করে বিভ্রান্তি তৈরি হওয়ায় আগেই অঙ্কিতা অধিকারীর থেকে পাওয়া প্রায় ১৬ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখার জন্য ববিতাকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ শেষ পর্যন্ত আজ ববিতার চাকরি বাতিল করে তা অনামিকাকে দেওয়ার নির্দেশ দেন বিচারপিত৷ ববিতা কমিশনকে ভুল তথ্য দিয়েছেন বলেই তাঁঁর চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হল বলে জানান বিচারপতি৷ ববিতা সরকারের উদ্দেশ্যে ক্ষুব্ধ বিচারপতি বলেন, আপনিই ভুল করেছেন, আপনাকে শাস্তি পেতে হবে৷ আপনার উদ্দেশে আমি কড়া পদক্ষেপ নিতে পারতাম, কিন্তু নিচ্ছি না৷

ববিতার সুপারিশ পত্র প্রত্যাহার করে সুপারিশ পত্র অনামিকাকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ কাউন্সিলিংয়ের পর তিন সপ্তাহের মধ্যে বাড়ির কাছাকাছি কোনও স্কুলে অনামিকাকে চাকরি দেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷

এ দিন হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে, আগামী ১৯ মে-র মধ্যে প্রথম কিস্তির ১১ লক্ষ টাকা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা করতে হবে ববিতাকে৷ বাকি টাকা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে জমা দিতে হবে৷ ববিতা টাকা দেওয়ার ১২ দিনের মধ্যে প্রথম কিস্তির টাকা পাবেন অনামিকা৷ তবে বেতন বাবদ পাওয়া কোনও টাকা ফেরাতে হবে না ববিতাকে৷ বিচারপতি এ দিন হতাশার সুরেই বলেন, ববিতা সরকারের অধ্যায় খুবই দুর্ভাগ্যজনক৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Ankita Adhikari, Babita Sarkar, Calcutta High Court, Justice Abhijit Ganguly