'মা, একে সরাও...' মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! চাঞ্চল্যকর মন্তব্য! শোরগোল বাংলা জুড়ে
- Written by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Justice Abhijit Ganguly: বদল হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা সরিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এবার দেওয়া হয়েছে শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলাগুলি।
কলকাতা: বিচার্য বিষয় পরিবর্তনের পর প্রথম মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতিদের মধ্যে সংঘাত ইস্যুতে শোরগোল পরে গিয়েছে বাংলা জুড়ে। ইতিমধ্যেই বদল হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যাবতীয় মামলা সরিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এবার দেওয়া হয়েছে শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলাগুলি। এই বিষয় পরিবর্তন প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শুক্রবার তিনি বলেন, “যখন শ্রম আইন বা শ্রমিকদের মামলা শুনতাম তখন অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে বলেছিল ‘মা একে সরাও’। এখন জেলা স্কুল পরিদর্শক-সহ অন্যান্যরা মনে হয় কালীঘাটে গিয়ে পুজো দিয়েছেন।”
advertisement
advertisement
প্রসঙ্গত, ২৫শে জানুয়ারি শেষবার প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলার বিচার করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওইদিন রাতে শিক্ষা সংক্রান্ত মামলা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে সরে চলে যায়। এরপর মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদল হয়। নতুন বিচার্য বিষয় শ্রম এবং শিল্প সংক্রান্ত মামলা। শুক্রবার শ্রম সংক্রান্ত সংক্রান্ত মামলার বিচার করতে গিয়েই এই চাঞ্চল্যকর মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 02, 2024 2:38 PM IST







