বাঙালির ‘কবীর খান’, জুনিয়র হকিতে কাপ জয়ের নেপথ্যে বঙ্গসন্তানকে দেখে নিন
Last Updated:
এককথায় তিনি বাঙালির ‘কবীর খান’। পর্দার চক দে-র সাফল্যকে তুলে এনেছেন রক্তমাংসের বাস্তবে।
#কলকাতা: এককথায় তিনি বাঙালির ‘কবীর খান’। পর্দার চক দে-র সাফল্যকে তুলে এনেছেন রক্তমাংসের বাস্তবে। ১৫ বছর পর জুনিয়র হকিতে বিশ্বজয় করেছে ভারত। আর হরজিৎ-সিমরনজিৎদের সাফল্যের নেপথ্যে ভোলা যাবে না বাঙালি মনোবিদ মৃণালের চমকপ্রদ ভূমিকা।
১৫ বছর পর জুনিয়র হকিতে বিশ্বসেরা ভারত। আর সেই সাফল্যের নেপথ্যে এক বাঙালি মেন্টর। বিশ্বজয়ের স্বপ্নের বীজটা বোনা হয় ২ বছর আগেই। আর ফাইনালের আগে মনে মনেই বেলজিয়ামকে হারানোর অভ্যেসটা হরজিৎ-সিমরনজিৎদের তৈরি করে দিয়েছিলেন চন্দননগরের মৃণাল।
সাইকোলজির বিশেষ সেশন কীভাবে তাঁদের পাল্টে দিয়েছে স্বীকার করে নিলেন অধিনায়ক হরজিৎ। আর প্রাক্তন ভারত অধিনায়ক ভরত ছেত্রীও মৃণালের টোটকায় মুগ্ধ।
advertisement
advertisement
চাকরির পাশাপাশি হকি খেলোয়াড় হওয়ার স্বপ্ন ছিল দিলীপ তিরকেদের সমসাময়িক মৃণালের। পরে খেলা ছেড়ে সাইকোলজি পড়তে পাড়ি বিদেশে। কেমব্রিজে গবেষণা। দেশে ফিরে মেন্টর হিসেবে কাজ করেছেন দাবার সূর্যশেখর, তিরন্দাজির দীপিকাদের সঙ্গেও। তাঁর সঙ্গে কাজ করে উপকৃত সর্দার সিংরাও। তবে পেশাদার মনোবিদ নিজের সফরকে দেখেন যাযাবরের মানসিকতায়। জুনিয়র হকিতে বিশ্বজয় অতীত। এবার ফোকাসে নতুন স্টেশন, নতুন শৃঙ্গ।
advertisement
প্রদীপ্ত গোস্বামীর রিপোর্ট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
December 23, 2016 7:34 PM IST