Junior Doctors: 'এবার শাসক ভয় পাবে!' সোমবার রাত থেকেই ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা? তুমুল শোরগোল

Last Updated:

Junior Doctors: শনিবার জেনারেল বডি বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানান, সোমবার বিকেল থেকে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তাঁরা।

ফের কর্মবিরতি?
ফের কর্মবিরতি?
কলকাতা: হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে সোমবার রাজ্য সরকার কী জানায় এবং শীর্ষ আদালত কী বলে, তা দেখার পরই ফের সোমবার বিকেল থেকে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। অন্যদিকে, সাগর দত্ত মেডিক‍্যাল কলেজে যেমন কর্মবিরতি চলছে তেমনটাও চলবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
শনিবার জেনারেল বডি বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানান, সোমবার বিকেল থেকে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের দাবি, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিচ্ছে রাজ্যকে, সেটাও মানা হচ্ছে না।
advertisement
advertisement
জুনিয়র ডাক্তারদের দাবি, সাগর দত্তের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা এখনও নেই। তাঁদের কথায়, ”আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছি। আমাদের শুনতে হল আবার অভয়া করে দেব। থ্রেট কালচারকে উপড়ে ফেলার জন্য আমরা দাবি তুলেছিলাম। কিন্তু দিকেদিকে শাসক দলের নেতা, স্বাস্থ্য সিন্ডিকেটের নানা মাথার হুঁশিয়ারি দিচ্ছে, এই সব সাহস কোথা থেকে পাচ্ছে?”
advertisement
জুনিয়র চিকিৎসকরা বলেন, ”রবিবার রিলে মশাল মিছিল হবে। আরজি করের চিকিৎসক খুন, সাগর দত্তের ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করা হবে। আর মহালয়াতে হবে মহামিছিল। আমাদের আন্দোলন যা হবে এবার শাসক এবার ভয় পাবে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Junior Doctors: 'এবার শাসক ভয় পাবে!' সোমবার রাত থেকেই ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা? তুমুল শোরগোল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement