Junior Doctors: 'এবার শাসক ভয় পাবে!' সোমবার রাত থেকেই ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা? তুমুল শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
Junior Doctors: শনিবার জেনারেল বডি বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানান, সোমবার বিকেল থেকে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তাঁরা।
কলকাতা: হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে সোমবার রাজ্য সরকার কী জানায় এবং শীর্ষ আদালত কী বলে, তা দেখার পরই ফের সোমবার বিকেল থেকে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। অন্যদিকে, সাগর দত্ত মেডিক্যাল কলেজে যেমন কর্মবিরতি চলছে তেমনটাও চলবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
শনিবার জেনারেল বডি বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানান, সোমবার বিকেল থেকে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের দাবি, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিচ্ছে রাজ্যকে, সেটাও মানা হচ্ছে না।
advertisement
advertisement
জুনিয়র ডাক্তারদের দাবি, সাগর দত্তের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা এখনও নেই। তাঁদের কথায়, ”আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছি। আমাদের শুনতে হল আবার অভয়া করে দেব। থ্রেট কালচারকে উপড়ে ফেলার জন্য আমরা দাবি তুলেছিলাম। কিন্তু দিকেদিকে শাসক দলের নেতা, স্বাস্থ্য সিন্ডিকেটের নানা মাথার হুঁশিয়ারি দিচ্ছে, এই সব সাহস কোথা থেকে পাচ্ছে?”
advertisement
জুনিয়র চিকিৎসকরা বলেন, ”রবিবার রিলে মশাল মিছিল হবে। আরজি করের চিকিৎসক খুন, সাগর দত্তের ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করা হবে। আর মহালয়াতে হবে মহামিছিল। আমাদের আন্দোলন যা হবে এবার শাসক এবার ভয় পাবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 29, 2024 9:34 AM IST