Junior Doctor's Hunger Strike: ‘দুই-তিন অভয়া যেন না হয়’...ভর্তি ছিলেন CCU-তে! সুস্থ হয়েই বিস্ফোরক ‘আমরণ অনশনকারী’ চিকিত্‍সক অনিকেত

Last Updated:

Aniket Mahato Health Update: ১০ দফা দাবি নিয়ে ধর্মতলার অনশন মঞ্চ থেকে সরব জুনিয়র ডাক্তাররা। আরজি করে তরুণী চিকিত্‍সকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে এবং সুবিচারের আশায় বিগত ১৩ দিন ধরে ‘আমরণ অনশন’ চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন চিকিত্‍সক অনিকেত মাহাতো।

‘দুই-তিন অভয়া যেন না হয়’...ভর্তি ছিলেন CCU-তে! সুস্থ হয়েই বিস্ফোরক ‘আমরণ অনশনকারী’ চিকিত্‍সক অনিকেত
‘দুই-তিন অভয়া যেন না হয়’...ভর্তি ছিলেন CCU-তে! সুস্থ হয়েই বিস্ফোরক ‘আমরণ অনশনকারী’ চিকিত্‍সক অনিকেত
কলকাতা: ১০ দফা দাবি নিয়ে ধর্মতলার অনশন মঞ্চ থেকে সরব জুনিয়র ডাক্তাররা। আরজি করে তরুণী চিকিত্‍সকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে এবং সুবিচারের আশায় বিগত ১৩ দিন ধরে ‘আমরণ অনশন’ চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন চিকিত্‍সক অনিকেত মাহাতো।
আজ, বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেই জানালেন আন্দোলনকারী চিকিত্‍সকদের অন‍্যতম মুখ কিঞ্জল নন্দ। হাসপাতাল থেকে তাঁকে ডিসচার্জও করা হল। হাসপাতাল থেকে বেরিয়েই আন্দোলন নিয়ে মুখ খুললেন আন্দোলনকারী চিকিত্‍সক অনিকেত মাহাতো।
advertisement
advertisement
অনিকেতের স্বাস্থ্য পরিস্থিতি প্রসঙ্গে আরজি কর হাসপাতালের সিসিইউ ইন-চার্জ প্রফেসর সোমা মুখোপাধ্যায় এদিন জানালেন, ‘‘অনিকেত বৃহস্পতি বার ভর্তি হন। ফাস্টিং(খাবার না খাওয়ায়) ও জলের ঘাটতি জন্য অসুস্থ হয়েছিলেন। বিশ্বজিৎ মজুমদার (কার্ডিও লজি হেড-সহ বাকিরা ) এই বোর্ড মেম্বাররা খতিয়ে দেখে সঙ্কটজনক ছিল। আমরা সিসিইউ-তে রাখি। আজ দ্বিতীয় বার বোর্ড গঠন করি। বিপি(রক্তচাপ) ও অক্সিজেন সব ঠিক আছে।’’
advertisement
চিকিত্‍সকরা জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও পুরোপুরি ঠিক হয়নি। অনশন না করারই পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকরা। ১ সপ্তাহ পর ফের চেক আপ করাতে হবে। তবে আন্দোলন থেকে মোটেই সরবেন না অসুস্থ অনিকেত।
advertisement
তিনি জানালেন, ‘‘আন্দোলনে যাঁরা সহযোদ্ধারা আছেন ১০ দফা দাবী নিয়ে দ্রুততার সঙ্গে করা দরকার পদক্ষেপ। এই আন্দোলন এর তবেই সফল হবে। ২, ৩ অভয়া যেন না হয়। শারীরিক অবস্থা দিক থেকে কিছু ফলো করতে বলেছে সেটা করব। অনশন চলছে, রাজ্য প্রশাসন হস্ত ক্ষেপ করা দরকার।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Junior Doctor's Hunger Strike: ‘দুই-তিন অভয়া যেন না হয়’...ভর্তি ছিলেন CCU-তে! সুস্থ হয়েই বিস্ফোরক ‘আমরণ অনশনকারী’ চিকিত্‍সক অনিকেত
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement