Junior Doctor's Hunger Strike: ‘দুই-তিন অভয়া যেন না হয়’...ভর্তি ছিলেন CCU-তে! সুস্থ হয়েই বিস্ফোরক ‘আমরণ অনশনকারী’ চিকিত্সক অনিকেত
- Reported by:Arpita Hazra
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Aniket Mahato Health Update: ১০ দফা দাবি নিয়ে ধর্মতলার অনশন মঞ্চ থেকে সরব জুনিয়র ডাক্তাররা। আরজি করে তরুণী চিকিত্সকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে এবং সুবিচারের আশায় বিগত ১৩ দিন ধরে ‘আমরণ অনশন’ চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন চিকিত্সক অনিকেত মাহাতো।
কলকাতা: ১০ দফা দাবি নিয়ে ধর্মতলার অনশন মঞ্চ থেকে সরব জুনিয়র ডাক্তাররা। আরজি করে তরুণী চিকিত্সকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে এবং সুবিচারের আশায় বিগত ১৩ দিন ধরে ‘আমরণ অনশন’ চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন চিকিত্সক অনিকেত মাহাতো।
আজ, বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেই জানালেন আন্দোলনকারী চিকিত্সকদের অন্যতম মুখ কিঞ্জল নন্দ। হাসপাতাল থেকে তাঁকে ডিসচার্জও করা হল। হাসপাতাল থেকে বেরিয়েই আন্দোলন নিয়ে মুখ খুললেন আন্দোলনকারী চিকিত্সক অনিকেত মাহাতো।
আরও পড়ুন: ডিপ ফ্রিজে জমে বরফের পাহাড়! বারবার কেন হয় এই সমস্যা? ৫ মিনিটে গলবে কীভাবে? জেনে নিন সহজ টোটকা
advertisement
advertisement
অনিকেতের স্বাস্থ্য পরিস্থিতি প্রসঙ্গে আরজি কর হাসপাতালের সিসিইউ ইন-চার্জ প্রফেসর সোমা মুখোপাধ্যায় এদিন জানালেন, ‘‘অনিকেত বৃহস্পতি বার ভর্তি হন। ফাস্টিং(খাবার না খাওয়ায়) ও জলের ঘাটতি জন্য অসুস্থ হয়েছিলেন। বিশ্বজিৎ মজুমদার (কার্ডিও লজি হেড-সহ বাকিরা ) এই বোর্ড মেম্বাররা খতিয়ে দেখে সঙ্কটজনক ছিল। আমরা সিসিইউ-তে রাখি। আজ দ্বিতীয় বার বোর্ড গঠন করি। বিপি(রক্তচাপ) ও অক্সিজেন সব ঠিক আছে।’’
advertisement
চিকিত্সকরা জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও পুরোপুরি ঠিক হয়নি। অনশন না করারই পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। ১ সপ্তাহ পর ফের চেক আপ করাতে হবে। তবে আন্দোলন থেকে মোটেই সরবেন না অসুস্থ অনিকেত।
আরও পড়ুন: শুধু সকালে এক গ্লাস জলে…থাইরয়েড, ডায়াবেটিস, পিসিওএস, অ্যাসিডিটি, এক মশলাতেই ‘বধ’ হাজার সমস্যা!
advertisement
তিনি জানালেন, ‘‘আন্দোলনে যাঁরা সহযোদ্ধারা আছেন ১০ দফা দাবী নিয়ে দ্রুততার সঙ্গে করা দরকার পদক্ষেপ। এই আন্দোলন এর তবেই সফল হবে। ২, ৩ অভয়া যেন না হয়। শারীরিক অবস্থা দিক থেকে কিছু ফলো করতে বলেছে সেটা করব। অনশন চলছে, রাজ্য প্রশাসন হস্ত ক্ষেপ করা দরকার।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 17, 2024 4:23 PM IST







