Junior Doctors: ফের জুনিয়র ডাক্তারদের উপর আক্রমণের অভিযোগ, এবার ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
Junior Doctors: ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে মদ্যপ রোগী ও তাঁর পরিবারের হাতে জুনিয়র ডাক্তারদের আক্রান্ত হওয়ার অভিযোগ।
কলকাতা: ফের সাগর দত্তের ছায়া কলকাতার অপর একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এবার ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে মদ্যপ রোগী ও তাঁর পরিবারের হাতে জুনিয়র ডাক্তারদের আক্রান্ত হওয়ার অভিযোগ। চলে আশ্রাব্য গালিগালাজ, প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে দাবি।
ঘটনাটি ঘটে শনিবার ভোররাতে, গভীর ক্ষত নিয়ে এক মদ্যপ রোগী ও তাঁর লোকজন হাসপাতালে যায়। হাতের ক্ষত গভীর হওয়ায় জরুরি বিভাগের ডাক্তাররা বলেন অপারেশন করতে হবে। কিন্তু রোগীর দাবি, সঙ্গে সঙ্গে ক্ষতস্থান বেধে দিতে হবে,সেটা সম্ভব নয় বলা হয় চিকিৎসকদের তরফ থেকে।
আরও পড়ুন: কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ে দাঁড়ালেন অনুব্রত মণ্ডল, ঢুকলেন ল্যাংচা হাবে, কী খেলেন জানেন?
চিকিৎসকদের অভিযোগ, দেখে বোঝা যাচ্ছিল যে তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। তাঁর সঙ্গে ছিল ৭-৮ জন। সেখানেই ওই ক্ষতস্থানে ড্রেসিংয়ের দাবি জানান তাঁরা। তাঁদের কাছে কোনও এমারজেন্সি স্লিপ ছিল না। তখন কর্মরত চিকিৎসকরা তাঁদের এমারজেন্সি ওটি-তে যেতে বলেন। সেখানেই দ্রুত চিকিৎসা হবে বলে জানানো হয়। একথা শুনে সেখানে উপস্থিত মহিলা চিকিৎসক-সহ অন্য চিকিৎসকদের গালিগালাজ শুরু করেন রোগীর সঙ্গীরা।
advertisement
advertisement
আরও পড়ুন: মাংস রান্নার সময় ঠিক কখন নুন দিতে হয় জানেন? যখন-তখন নুন দিলে রান্নার স্বাদ নষ্ট হতে পারে!
অভিযোগ, এরপরই শুরু হয় গন্ডগোল ও হুমকি। চিকিৎসকদের আরও অভিযোগ, পুলিশ অনেক পরে আসলেও নিষ্ক্রিয় ছিল। গোটা ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগছেন চিকিৎসকেরা। সার্জারি এমার্জেন্সিতে ঘটনাটি ঘটে। ঘটনার সময় ৫ জন ইন্টার্ন ছিলেন সেখানে। বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের জুনিয়র ডাক্তারদের।
advertisement
অভিজিৎ চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 29, 2024 9:32 PM IST