JP Nadda In Kolkata: 'আজ দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, আশীর্বাদ নিয়েছি...' 'দিদি'কে বার্তা নাড্ডার
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
JP Nadda In Kolkata: জে পি নাড্ডা দলীয় মোর্চা নেতাদের উদ্দেশ্যে বলেন, "মোদি দেশে রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে কী ভাবে বিকাশের কাজ করছেন এলাকার মানুষকে বলুন।
কলকাতা: ন্যাশনাল লাইব্রেরিতে আজ রবিবার বিজেপির সমস্ত মোর্চা নেতাদের নিয়ে সভায় বক্তব্য রাখেন জে পি নাড্ডা। নাড্ডা তাঁর ভাষণে বলেন, “কংগ্রেস ইন্দিরা গান্ধির আমল থেকে বলে আসছে গরিবি হটাও। ওনাদের গরিবি চলে গেছে, কিন্তু দেশের গরিবি যায়নি। ৬টি মেডিক্যাল কলেজ বাংলায় দিয়েছেন মোদি। ৩৭টি রেলস্টেশন বিশ্বমানের হবে এই রাজ্যে। মমতা দিদি বলেন কিছু হবে না হবে না। দিদি তুমি আরাম কর। হবে হবে হবে।”
জে পি নাড্ডা দলীয় মোর্চা নেতাদের উদ্দেশ্যে বলেন, “মোদি দেশে রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে কী ভাবে বিকাশের কাজ করছেন এলাকার মানুষকে বলুন। প্রধানমন্ত্রী আবাস যোজনা এখানে মমতার ‘বাংলার বাড়ি’। ভ্রষ্টাচার বাড়ি। মমতা বলছেন ধর্না দেবেন। আরে আগে হিসাব দিন। চোরি ফির সিনাজোরি?”
advertisement
advertisement
“আপনাদের জোশ দেখে মনে হচ্ছে আপনারা বাংলায় পরিবর্তনের সংকল্প নিয়ে নিয়েছেন। আজ দক্ষিণেশ্বরে গিয়েছিলাম। আশীর্বাদ নিয়েছি। আমাদের বিচারধারার সঙ্গে বাংলার অনেক সম্পর্ক আছে। আমাদের দুর্ভাগ্য যে বাংলা দুনিয়াকে দিশা দেখিয়েছে, মমতা দিদি সেখানে অন্ধকারে ঠেলে দিয়েছেন।”
“সব জায়গায় পরিবারবাদ। জম্মু কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে সপা, বিহারে লালু, রাবড়ি,তেজস্বী। বাংলায় মমতা অভিষেক। অন্ধ্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু সবজায়গায়,সব দলে পরিবারের পার্টি। এরপর তোষণের ভোটব্যাঙ্কের পলিটিক্স। আপনারা স্লোগান দিন পরিবারবাদ কুইট ইন্ডিয়া, দুর্নীতি কুইট ইন্ডিয়া। তুষ্টিকরণ কুইট ইন্ডিয়া। এটাই দেশের প্রজাতন্ত্র রক্ষা করবে। হরঘর তিরঙ্গা, মেরা মাটি মেরা দেশ পালন করুন। সমস্ত গ্রামে পালন করুন। ৮০০০ কলসী মাটি নিয়ে কর্তব্য পথে যাবেন মোদি। আপনাদের বিশেষ দায়িত্ব পার্টিকে বড় করতে মোর্চারই সবচেয়ে অবদান। মহিলা মোর্চা সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত হন। যুবমোর্চা ক্লাব সংস্থাগুলির সঙ্গে সংযুক্ত হন । কিষাণ মোর্চা কিষাণ মান্ডিগুলিতে যান। যোজনার কথা বলুন। সংখ্যালঘু মোর্চা সবকা সাথ সবকা বিকাশের কথা বলুন।”
advertisement
গতকালের মমতা বন্দ্যোপাধ্যায়ের মোদিকে দুর্নীতি প্রশ্নে বিঁধে প্রমাণ চাওয়া প্রসঙ্গে নাড্ডা বলেন, “কাল মমতা প্রমাণ চেয়েছিলেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, অনুব্রতর মেয়ে কোথায় আছে? সারদা, কয়লা, শিক্ষক দুর্নীতি হয়নি? আর কী প্রমাণ দেব, দিদি? আমফান দুর্নীতি, আবাস দুর্নীতি হয়নি? দিদি গনতন্ত্রের কথা বলেন? ক্যাপ্টেন হয়েছেন। পোষ্ট পোল ভায়োলেন্সের হাল দেখেননি? দিদি আপনি বাংলায় মন দিন। সত্যের জয় হবে। প্রজাতান্ত্রিক লড়াই লড়ব আমরা।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 13, 2023 9:35 PM IST