প্রয়াত সাংবাদিক অরিন্দম মুখোপাধ্যায়, সবার প্রিয় ‘রাজা দা’
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
খারাপ খবর যেন এসেই চলেছে রোজ রোজ ৷ একদিকে মারণ করোনার জেরে গোটা দেশ স্তব্ধ ৷
#কলকাতা: খারাপ খবর যেন এসেই চলেছে রোজ রোজ ৷ একদিকে মারণ করোনার জেরে গোটা দেশ স্তব্ধ ৷ গোটা বিশ্বজুড়ে মৃত্যুর হাহাকার ৷ ঘরবন্দি দশাতে টিভির দিকে চোখ থাকলেই মৃতের অঙ্ক ৷ খবরের কাগজে হাহাকারের ছবি ৷ সোশ্যাল মিডিয়া থেকে ওয়েবসাইট, কোথাও আর ভাল খবর নেই ৷ ঠিক যখন লকডাউনের দিনযাপনে থমকে থমকে জীবন চলছে, ঠিক তখনই সংবাদ জগতে বিশেষ করে সাংবাদিকদের কাছে এসে পৌঁছল এক খারাপ খবর ৷ হ্যাঁ, তাঁদেরই বহু দিনের এক সহকর্মী ও বন্ধু এবং খুবই প্রাণবন্ত এক মানুষ চলে গেলেন নিশব্দে ৷ চলে গেলেন সাংবাদিক অরিন্দম মুখোপাধ্যায়, সবার প্রিয় ‘রাজা দা’৷
রাজা দা বহুদিনের সাংবাদিক ৷ তাঁর কেরিয়ার শুরু হয়েছিল ২৪ ঘণ্টা, ৭ দিন অনবরত খবরের চ্যানেলের যে ট্রেন্ড তাঁর অনেক আগে থেকে ৷ আজকের প্রবীণ সাংবাদিক থেকে নতুন কেরিয়ারে আসা সব সাংবাদিকের কাছেই তিনি ছিলেন দারুণ পরিচিত ৷ কারণ, মানুষটি ছিলেন এমনই৷ সদা হাসি মুখ আর মগজে জ্ঞানের ভান্ডার৷ তবুও, সাংবাদিক জগতে গত কয়েক বছর আগে ‘শাট ডাউন’ শব্দে তাঁর জ্ঞান কাজেই লাগল না ৷ কেরিয়ার তৈরির দৌঁড়ে যেন ক্রমশ পিছিয়ে পড়লেন তিনি ৷ তবুও দমে যাননি ৷ নিজের জ্ঞানের জোরে এগিয়ে গিয়েছেন ৷
advertisement
advertisement
কলকাতা থেকে শিলিগুড়ি গিয়ে নতুন করে জীবন শুরু করলেন ৷ সঙ্গে স্ত্রী ৷ তবে এবার আর সাংবাদিকতা নয় ! বরং নিজের সবচেয়ে ভাল লাগা বিষয় অর্থাৎ ‘ঘোরা-ফেরা’ নিয়ে শুরু করলেন নতুন কেরিয়ার ৷ ট্র্যাভেলগ নিয়ে অগাধ জ্ঞান ছিল তাঁর ৷ হাতের চেটোয় ছিল ভূগোলের খোঁজ ৷ শুরু করেছিলেন নিজের ট্যুর ও ট্র্যাভেলের ব্যবসা ৷ তবে মাঝে মধ্যে নানা ওয়েবসাইটে, ব্লগে লিখতেন৷ কলমের জোর দেখাতেন সেখানেই৷ আকাশবাণীতে বক্তব্য রেখেছেন বহুবার৷ কিন্তু আজ সব স্তব্ধ ৷ হঠাৎই খবর এল বৃহস্পতিবার সকাল বেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন রাজা দা ! লকডাউনের মাঝে এ খবর যেন আরও মন খারাপের ৷
advertisement
ভাল থেকো রাজা দা ৷ সাংবাদিক বন্ধুদের তরফ থেকে রইল অপার ভালবাসা ...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 16, 2020 4:30 PM IST