প্রয়াত সাংবাদিক অরিন্দম মুখোপাধ্যায়, সবার প্রিয় ‘রাজা দা’

Last Updated:

খারাপ খবর যেন এসেই চলেছে রোজ রোজ ৷ একদিকে মারণ করোনার জেরে গোটা দেশ স্তব্ধ ৷

#কলকাতা: খারাপ খবর যেন এসেই চলেছে রোজ রোজ ৷ একদিকে মারণ করোনার জেরে গোটা দেশ স্তব্ধ ৷ গোটা বিশ্বজুড়ে মৃত্যুর হাহাকার ৷ ঘরবন্দি দশাতে টিভির দিকে চোখ থাকলেই মৃতের অঙ্ক ৷ খবরের কাগজে হাহাকারের ছবি ৷ সোশ্যাল মিডিয়া থেকে ওয়েবসাইট, কোথাও আর ভাল খবর নেই ৷ ঠিক যখন লকডাউনের দিনযাপনে থমকে থমকে জীবন চলছে, ঠিক তখনই সংবাদ জগতে বিশেষ করে সাংবাদিকদের কাছে এসে পৌঁছল এক খারাপ খবর ৷ হ্যাঁ, তাঁদেরই বহু দিনের এক সহকর্মী ও বন্ধু এবং খুবই প্রাণবন্ত এক মানুষ চলে গেলেন নিশব্দে ৷ চলে গেলেন সাংবাদিক অরিন্দম মুখোপাধ্যায়, সবার প্রিয় ‘রাজা দা’৷
রাজা দা বহুদিনের সাংবাদিক ৷ তাঁর কেরিয়ার শুরু হয়েছিল ২৪ ঘণ্টা, ৭ দিন অনবরত খবরের চ্যানেলের যে ট্রেন্ড তাঁর অনেক আগে থেকে ৷ আজকের প্রবীণ সাংবাদিক থেকে নতুন কেরিয়ারে আসা সব সাংবাদিকের কাছেই তিনি ছিলেন দারুণ পরিচিত ৷ কারণ, মানুষটি ছিলেন এমনই৷ সদা হাসি মুখ আর মগজে জ্ঞানের ভান্ডার৷ তবুও, সাংবাদিক জগতে গত কয়েক বছর আগে ‘শাট ডাউন’ শব্দে তাঁর জ্ঞান কাজেই লাগল না ৷ কেরিয়ার তৈরির দৌঁড়ে যেন ক্রমশ পিছিয়ে পড়লেন তিনি ৷ তবুও দমে যাননি ৷ নিজের জ্ঞানের জোরে এগিয়ে গিয়েছেন ৷
advertisement
advertisement
কলকাতা থেকে শিলিগুড়ি গিয়ে নতুন করে জীবন শুরু করলেন ৷ সঙ্গে স্ত্রী ৷ তবে এবার আর সাংবাদিকতা নয় ! বরং নিজের সবচেয়ে ভাল লাগা বিষয় অর্থাৎ ‘ঘোরা-ফেরা’ নিয়ে শুরু করলেন নতুন কেরিয়ার ৷ ট্র্যাভেলগ নিয়ে অগাধ জ্ঞান ছিল তাঁর ৷ হাতের চেটোয় ছিল ভূগোলের খোঁজ ৷ শুরু করেছিলেন নিজের ট্যুর ও ট্র্যাভেলের ব্যবসা ৷ তবে মাঝে মধ্যে নানা ওয়েবসাইটে, ব্লগে লিখতেন৷ কলমের জোর দেখাতেন সেখানেই৷ আকাশবাণীতে বক্তব্য রেখেছেন বহুবার৷ কিন্তু আজ সব স্তব্ধ ৷ হঠাৎই খবর এল বৃহস্পতিবার সকাল বেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন রাজা দা ! লকডাউনের মাঝে এ খবর যেন আরও মন খারাপের ৷
advertisement
ভাল থেকো রাজা দা ৷ সাংবাদিক বন্ধুদের তরফ থেকে রইল অপার ভালবাসা ...
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রয়াত সাংবাদিক অরিন্দম মুখোপাধ্যায়, সবার প্রিয় ‘রাজা দা’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement