Junior Doctors Protest: জুনিয়র চিকিৎসকদের সমর্থনে এবার আমরণ অনশনে সিনিয়র ডাক্তাররাও! সিদ্ধান্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
Junior Doctors protest: জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার আমরণ অনশনে বসতে চলেছেন সিনিয়র ডাক্তাররাও। রবিবার এক বিবৃতিতে এমনটাই জানাল চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
কলকাতা: জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার আমরণ অনশনে বসতে চলেছেন সিনিয়র ডাক্তাররাও। রবিবার এক বিবৃতিতে এমনটাই জানাল চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
শুক্রবারের দেওয়া হুঁশিয়ারি মতোই ধর্মতলর অবস্থান মঞ্চে আমরণ অনশন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা৷ শুক্রবার জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করেও দাবি পূরণের জন্য রাজ্য সরকারকে শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত সময় দিয়েছিলেন৷ আন্দোলনকারীদের হুঁশিয়ারি ছিল, ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে তাঁরা শনিবার রাত সাড়ে আটটা থেকে আমরণ অনশন শুরু করবেন৷ সেই মতো শনিবার রাত সাড়ে ৮টার পরই ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থান মঞ্চে আমরণ অনশন শুরু করেন ৬ জন জুনিয়র চিকিৎসক৷
advertisement
advertisement
তবে প্রথম দিন অনশন শুরু করা জুনিয়র চিকিৎসকদের মধ্যে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাাতালের কেউ নেই৷ আন্দোলনকারীদের অবশ্য দাবি, ভবিষ্যতে প্রয়োজনে আরও অনেকেই অনশনে বসবেন৷ আরজি কর হাসপাতালের কেউ অনশনে যোগ দেবেন না, এমন কোনও সিদ্ধান্ত হয়নি৷
advertisement
যে ৬ জন চিকিৎসক এ দিন আমরণ অনশন শুরু করেছেন, তাঁদের মধ্যে আছেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অনুস্টুপ মুখোপাধ্যায়, তনয়া পাঁজা এবং স্নিগ্ধা হাজরা, এসএসকেএম হাসপাতালের অর্ণব মুখোপাধ্যায়, যাদবপুর কে পি সি মেডিক্যাল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা এবং শিয়ালদহ এনআরএস হাসপাতালের পুলস্থ আচার্য৷ এবার তাঁদের সঙ্গে যোগ দিতে চলেছেন সিনিয়র চিকিৎসকরাও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2024 3:20 PM IST