সাংবাদিক হিসেবে কাজ করতে চান News18-এর সঙ্গে? জানুন বিশদে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
দেখে নিন, কী কী যোগ্যতা থাকলে আপনি আবেদনপত্র পাঠাতে পারেন!
#কলকাতা: আপনি কি ডিজিটাল সাংবাদিক হতে চান? কাজ করতে চান নিজের জেলায়? তাহলে নেটওয়ার্ক 18 আপনাকে বাংলার ২৩ জেলায় কাজ করার সুযোগ দিচ্ছে। দেখে নিন, কী কী যোগ্যতা থাকলে আপনি আবেদনপত্র পাঠাতে পারেন!
যোগ্যতা:
১. ক্যামেরা হাতে স্বচ্ছন্দ হতে হবে।
২. স্বচ্ছন্দ হতে হবে স্মার্টফোনের ব্যবহার নিয়েও।
advertisement
৩. নিজের জেলা সম্পর্কে থাকতে হবে স্পষ্ট ধারণা।
৪. কোন ঘটনা খবর হতে পারে, তা নিয়ে থাকতে হবে স্পষ্ট ধারণা।
৫. কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকা প্রয়োজন।
৬. যে কোনও পরিস্থিতিতে, যে কোনও জায়গায় ছুটে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
advertisement
৭. হতে হবে সময় সচেতন।
৮. নিজের ভাষার পাশাপাশি হিন্দিতে স্বচ্ছন্দ হতে হবে, কথ্য হিন্দিতে নিজের মনোভাব স্পষ্ট ভাবে বোঝানোর ক্ষমতা থাকতে হবে।
৯. হিন্দির পাশাপাশি স্পোকেন ইংলিশে দক্ষতা থাকলে তা আরও ভালো হিসেবে বিবেচিত হবে।

১০. ডিজিটাল দুনিয়ার খোঁজখবরে আগ্রহী হতে হবে।
advertisement
১১. সোশ্যাল মিডিয়ার মেজাজ সম্পর্কেও হতে হবে ওয়াকিবহাল।
১২. আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
১৩. যে কোনও বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
১৪. স্থানীয় ভাবে টিম তৈরি করে কাজ করার ক্ষমতা থাকতে হবে।
১৫. স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
তাহলে আর দেরি কীসের? এখনই CV মেইল করুন এই ঠিকানায়- wblocal18@news18.com
advertisement
মনে রাখবেন- CV পাঠানোর শেষ তারিখ ২২.০২.২০২১ পর্যন্তই! আবেদনপত্রের সাবজেক্টে নিজের জেলার নাম উল্লেখ করতে ভুলবেন না!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 19, 2021 1:56 PM IST