#কলকাতা: JNU-এ পড়ুযাদের ওপর হামলার নিন্দা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মঙ্গলবার সকাল তিনি ট্যুইট করে লেখেন, "শিক্ষা প্রতিষ্ঠানে হিংসা বরদাস্ত নয়। নৈরাজ্য-অরাজকতা বরদাস্ত নয়। শাসনের প্রতিক্রিয়া না দেওয়াতেই চিন্তা।'রবিবার সন্ধেয় দলবেঁধে জেএনইউয়ের তিনটি গার্লস হস্টেলে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, এর পিছনে রয়েছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন এবিভিপি। যা তারা মানতে নারাজ। তা হলে এরা কারা?
Acts of violence, anarchy in educational institutions is worrisome and should not be tolerated. Silence of those in authority (who severely condemned JNU violence) over what happened at Jadavpur University a fortnight ago is painfully worrisome.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) January 7, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jagdeep Dhankhar, Jawaharlal Nehru University, JNU Violence