JMB Terrorists in Kolkata: দু'মাস শহরেই গা ঢাকা দিয়েছিল তিন জঙ্গি! নাশকতার ছক না অন্য প্ল্যান?

Last Updated:

JMB Terrorists in Kolkata| এসটিএফ সূত্রেরই খবর, জেএমবির ফান্ড কালেকশান এবং নিয়োগের দায়িত্বে বহাল ছিল তারা।

#কলকাতা: শহরে ভরদুপুরে ধৃত জেএমবি জঙ্গিদের নিয়ে এবার বিস্ফোরক তথ্য এসটিএফের হাতে। এসটিএফ ডিসি অপরাজিতার রায় জানালেন, প্রায় দুমাসের উপর কলকাতাতেই ছিল এই তিন জঙ্গি। মশারি ও ফল বিক্রি করে উপার্জন করছিল তারা।  এসটিএফ সূত্রেরই খবর, জেএমবির ফান্ড কালেকশান এবং নিয়োগের দায়িত্বে বহাল ছিল তারা।
এখানেই শেষ নয় কলকাতা পুলিশ মনে করছে এই তিনজন ছাড়া আরো বেশ কয়েকটি মাথা জড়িয়ে আছে এই চক্রের সঙ্গে। কারা এদেরকে বাড়িভাড়া পেতে, টাকা তুলতে সাহায্য করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই তিন জঙ্গির কাছে আল-আমিন নামক এক বড় মাপের জেএমবি নেতার ফোন নম্বর পাওয়া গিয়েছে। দাগী অপরাধী আল আমিন এই মুহূর্তে বাংলাদেশের জেলে বন্দি। এই যোগাযোগ সম্পর্কে তথ্য চাইতে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করছে কলকাতা পুলিশ।
advertisement
খাগড়াগড়ের স্মৃতি রাজ্যবাসীর মনে এখনও দগদগে। সেই ঘটনায় জড়িত জেএমবি গোষ্ঠীর  সদস্য তিন জঙ্গি শহর কলকাতায় নাশকতার কোনও বড় ছক করছিল কিনা  সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় কলকাতা পুলিশ। তবে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ভুঁয়ো নথি বলছে, কলকাতায় পাকাপাকিভাবে থাকার মতলবেই এসেছিল তারা।
advertisement
ধৃত  ৩ জঙ্গির মধ্যে নাজিউর দাগী অপরাধী বললেই চলে। ইতিমধ্যই নাজিউর  বাংলাদেশে জেল খেটে এসেছে। মনে করা হচ্ছে জেলেই আল আমিনের সঙ্গে যোগাযোগ হয়েছিল তার। জয়রাম ব্যাপারী নাম জোকার কাছে সে-ই বাড়ি ভাড়া নিয়েছিল। তথ্য বলছে এই নাজিউরের আরেক নাম জোসেফ। সেই ছিল দলের মাথা।
advertisement
ইতিমধ্যেই এই জঙ্গির কাছ থেকে বেশ কিছু জেহাদি লেখাপত্র পাওয়া গিয়েছে। একটি মোবাইল উদ্ধার করা গিয়েছে যেখানে বেশ কয়েক জন জামাত নেতার নম্বর পাওয়া গিয়েছে সেই মোবাইলে। এই টিমের একজন সাব্বির ফেসবুকে লাগাতার জেহাদি প্রচার চালাতে বলে জানা গিয়েছে।
আজ রবিবার দুপুর দুটো নাগাদ সূত্র মারফত খবর পেয়ে আলিপুর এমজি রোডে অভিযান চালায় লালবাজারের এসটিএফ টিম তিন ব্যক্তির। ধৃতদের নাম নাজিউর রহমান ওরফে জয়রাম, সাব্বির ওরফে নিখিল কান্ত এবং রবিউল ইসলাম (২২)। তারা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা।
advertisement
-ইনপুট সুকান্ত মজুমদার
বাংলা খবর/ খবর/কলকাতা/
JMB Terrorists in Kolkata: দু'মাস শহরেই গা ঢাকা দিয়েছিল তিন জঙ্গি! নাশকতার ছক না অন্য প্ল্যান?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement