বর্ধমান, মুর্শিদাবাদের মাদ্রাসাগুলোই জামাত-উল-মুজাহিদিনের আখড়া, অভিযোগ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

Last Updated:
#কলকাতা: সংসদে চাঞ্চল্যকর বক্তব্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। তাঁর দাবি, বর্ধমান এবং মুর্শিদাবাদের কিছু মাদ্রাসাকে ব্যবহার করছে জঙ্গি গোষ্ঠী জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ। তারা যুবকদের মগজধোলাই করছে। নতুন সদস্য নিয়োগ করছে। আর এর মাঝেই পূর্ব বর্ধমান থেকে কলকাতা পুলিশের হাতে ধরা পড়ল আরও এক জেএমবি জঙ্গি।
মঙ্গলবার, দুই বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং সুকান্ত সরকারের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি দাবি করেন,খবর মিলেছে, বর্ধমান এবং মুর্শিদাবাদের কিছু মাদ্রাসাকে ব্যবহার করছে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ। তারা যুবকদের মগজধোলাই করছে। নতুন সদস্য নিয়োগ করছে। এ বিষয়ে রাজ্যকে জানানো হয়েছে। বলা হয়েছে উপযুক্ত পদক্ষেপ করতে।  গত তেইশে মে জেএমবি ও তার শাখা সংগঠনগুলিকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷
advertisement
লোকসভা নির্বাচনে আগে-পরে রাজ্যে একের পর এক হিংসার ঘটনা নিয়েও এ দিন মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি।। বলেন, পশ্চিমবঙ্গ থেকে অনেক রাজনৈতিক কর্মীর মৃত্যুর খবর এসেছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার পরামর্শ দিয়ে ৯ জুন চিঠিও পাঠানো হয়েছে।
advertisement
ঘটনায় রাজনৈতিক অভিযোগ তুলেও সতর্ক প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের। যে দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলায় জেএমবির সক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন, ঠিক তার আগের দিনই কলকাতা পুলিশের এসটিএফের জালে আরও এক জেএমবি জঙ্গি। বুদ্ধগয়ায় বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে গ্রেফতার করা হয়েছে আবদুল রহিম নামে ওই জঙ্গিকে।
advertisement
পুলিশের সন্দেহ, পাঁচ বছর আগের খাগড়াগড় বিস্ফোরণেও এই জেএমবি জঙ্গি জড়িত থাকতে পারে। তাকে ১২ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। গত সপ্তাহেও, নব্য জামাত জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেফতার করা হয় চারজনকে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বর্ধমান, মুর্শিদাবাদের মাদ্রাসাগুলোই জামাত-উল-মুজাহিদিনের আখড়া, অভিযোগ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement