Jiban Krishna Saha: ‘কবে বাড়ি ফিরবে বাবা?’ ভরা এজলাসে ছেলের প্রশ্নে এ কী করলেন জীবনকৃষ্ণ
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Jiban Krishna Saha: বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের শুনানি চলছে। তারই মাঝে আদালত কক্ষে দেখা হল বাবা ও ছেলের।
কলকাতা: ভরা এজলাস। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ব্যস্ত আদালত কক্ষ। সওয়াল জবাবে কখনও আদালতের সুর উঠছে। আবার নামছে। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের শুনানি চলছে। তারই মাঝে আদালত কক্ষে দেখা হল বাবা ও ছেলের। বাবা বিধায়ক জীবনকৃষ্ণ ও তার ছোট্ট ছেলে। পাশে বসালেন। কাছে টেনে নিলেন। আবার কখনও ছেলের মাথায় গায়ে হাত বুলিয়ে দিলেন বাবা জীবনকৃষ্ণ।
বাবার হাতে হাত রাখল ছোট্ট খুদে। চুপি চুপি বাবার কাছে আবদার ‘কবে বাড়ি ফিরবে বাবা?’ তারপর ফের খুদে ফিরে গেল মায়ের কাছে। আলিপুর আদালত থেকে আগামি ১৪ দিনের জন্য জেল হেফাজতে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্ন ছিল কী কথা হল ছেলের সঙ্গে? তারই জবাবে জীবনের উত্তর, ‘কবে বাড়ি ফিরবে বাবা?’ যদিও এই প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি ছেলেকে।
advertisement
advertisement
১৩ দিন আগে কাকভোরে যখন জীবনকে নিয়ে সিবিআই রওনা দিয়েছিল তার বাড়ি থেকে তখন ঘুমাচ্ছিল তাঁর ছেলে। শনিবার মায়ের সঙ্গে আদালতে আসে সে। এদিন সিবিআই হেফাজত মেয়াদ শেষে জীবনকে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ রয়েছে।
advertisement
সেই সঙ্গে এজেন্ট নিয়োগ করে চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ রয়েছে। এমনকী সিবিআই তল্লাশি অভিযানের সময় নিজের দুটো মোবাইল পুকুরে ফেলে দেওয়ার অভিযোগও আছে। সেই জীবনকে ১১ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 9:41 PM IST