Jiban Krishna Saha: ‘কবে বাড়ি ফিরবে বাবা?’ ভরা এজলাসে ছেলের প্রশ্নে এ কী করলেন জীবনকৃষ্ণ

Last Updated:

Jiban Krishna Saha: বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের শুনানি চলছে। তারই মাঝে আদালত কক্ষে দেখা হল বাবা ও ছেলের।

জীবনকৃষ্ণ সাহা। (ফাইল ছবি)
জীবনকৃষ্ণ সাহা। (ফাইল ছবি)
কলকাতা: ভরা এজলাস। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ব্যস্ত আদালত কক্ষ। সওয়াল জবাবে কখনও আদালতের সুর উঠছে। আবার নামছে। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের শুনানি চলছে। তারই মাঝে আদালত কক্ষে দেখা হল বাবা ও ছেলের। বাবা বিধায়ক জীবনকৃষ্ণ ও তার ছোট্ট ছেলে। পাশে বসালেন। কাছে টেনে নিলেন। আবার কখনও ছেলের মাথায় গায়ে হাত বুলিয়ে দিলেন বাবা জীবনকৃষ্ণ।
বাবার হাতে হাত রাখল ছোট্ট খুদে। চুপি চুপি বাবার কাছে আবদার ‘কবে বাড়ি ফিরবে বাবা?’ তারপর ফের খুদে ফিরে গেল মায়ের কাছে। আলিপুর আদালত থেকে আগামি ১৪ দিনের জন্য জেল হেফাজতে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্ন ছিল কী কথা হল ছেলের সঙ্গে? তারই জবাবে জীবনের উত্তর, ‘কবে বাড়ি ফিরবে বাবা?’ যদিও এই প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি ছেলেকে।
advertisement
advertisement
১৩ দিন আগে কাকভোরে যখন জীবনকে নিয়ে সিবিআই রওনা দিয়েছিল তার বাড়ি থেকে তখন ঘুমাচ্ছিল তাঁর ছেলে। শনিবার মায়ের সঙ্গে আদালতে আসে সে। এদিন সিবিআই হেফাজত মেয়াদ শেষে জীবনকে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ রয়েছে।
advertisement
সেই সঙ্গে এজেন্ট নিয়োগ করে চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ রয়েছে। এমনকী সিবিআই তল্লাশি অভিযানের সময় নিজের দুটো মোবাইল পুকুরে ফেলে দেওয়ার অভিযোগও আছে। সেই জীবনকে ১১ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jiban Krishna Saha: ‘কবে বাড়ি ফিরবে বাবা?’ ভরা এজলাসে ছেলের প্রশ্নে এ কী করলেন জীবনকৃষ্ণ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement