Jeetu Kamal: হঠাৎ লালবাজারে জিতু কমল! কেন জরুরি তলব? কারণ জানেন?

Last Updated:

শুক্রবার ভরদুপুরে লালবাজারে হঠাৎ হাজির হলেন অভিনেতা জিতু কমল!তিনি লালবাজারে হাজির হতেই স্বাভাবিকভাবেই শুরু হয় জল্পনা।

কেন লালবাজারে জিতু?
কেন লালবাজারে জিতু?
কলকাতা: শুক্রবার ভরদুপুরে লালবাজারে হঠাৎ হাজির হলেন অভিনেতা জিতু কমল!তিনি লালবাজারে হাজির হতেই স্বাভাবিকভাবেই শুরু হয় জল্পনা। কিন্তু, কেন লালবাজারে জিতু? কোন কারণে তাঁকে তলব? খোঁজ নিয়ে জানা গেল অন্য বিষয়। ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ নামে একটি ছবিতে গত বছর অভিনয় করেছিলেন জিতু। চরিত্রের নাম ছিল অরণ্য চট্টোপাধ্যায়। পেশায় একজন চিকিৎসক।
advertisement
advertisement
যিনি আবার একাধারে গোয়েন্দাও। সেই সিনেমার কাহিনি অবলম্বনে দীপ প্রকাশনী থেকে এবার প্রকাশিত হয়েছে একটি বই, । সেই বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হল লালবাজারে। পুলিশ কমিশনারের হাতে বইটি তুলে দেন জিতু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার অলোক সান্যাল, বইয়ের লেখক ও ছবির পরিচালক দুলাল দে। প্রকাশনা সংস্থার কর্ণধার দীপ্তাংশু মণ্ডল। বইপ্রকাশের পাশাপাশি এদিন পুলিশদের কাছ থেকে কিছু টিপসও নিলেন জিতু। আবারও পর্দায় ফিরছে ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’।পরিচালক জানিয়েছেন, দ্বিতীয় পর্বের চিত্রনাট্য লেখার কাজ চলছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jeetu Kamal: হঠাৎ লালবাজারে জিতু কমল! কেন জরুরি তলব? কারণ জানেন?
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement