Jeetu Kamal: হঠাৎ লালবাজারে জিতু কমল! কেন জরুরি তলব? কারণ জানেন?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
শুক্রবার ভরদুপুরে লালবাজারে হঠাৎ হাজির হলেন অভিনেতা জিতু কমল!তিনি লালবাজারে হাজির হতেই স্বাভাবিকভাবেই শুরু হয় জল্পনা।
কলকাতা: শুক্রবার ভরদুপুরে লালবাজারে হঠাৎ হাজির হলেন অভিনেতা জিতু কমল!তিনি লালবাজারে হাজির হতেই স্বাভাবিকভাবেই শুরু হয় জল্পনা। কিন্তু, কেন লালবাজারে জিতু? কোন কারণে তাঁকে তলব? খোঁজ নিয়ে জানা গেল অন্য বিষয়। ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ নামে একটি ছবিতে গত বছর অভিনয় করেছিলেন জিতু। চরিত্রের নাম ছিল অরণ্য চট্টোপাধ্যায়। পেশায় একজন চিকিৎসক।
advertisement
advertisement
যিনি আবার একাধারে গোয়েন্দাও। সেই সিনেমার কাহিনি অবলম্বনে দীপ প্রকাশনী থেকে এবার প্রকাশিত হয়েছে একটি বই, । সেই বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হল লালবাজারে। পুলিশ কমিশনারের হাতে বইটি তুলে দেন জিতু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার অলোক সান্যাল, বইয়ের লেখক ও ছবির পরিচালক দুলাল দে। প্রকাশনা সংস্থার কর্ণধার দীপ্তাংশু মণ্ডল। বইপ্রকাশের পাশাপাশি এদিন পুলিশদের কাছ থেকে কিছু টিপসও নিলেন জিতু। আবারও পর্দায় ফিরছে ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’।পরিচালক জানিয়েছেন, দ্বিতীয় পর্বের চিত্রনাট্য লেখার কাজ চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 04, 2025 4:37 PM IST