মারা গেলেন জিৎ গঙ্গোপাধ্যায়ের বাবা
Last Updated:
পিতৃহারা হলেন জিৎ গঙ্গোপাধ্যায় ৷ মারা গেলেন গায়ক-সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের বাবা কালী গঙ্গোপাধ্যায় ৷
#কলকাতা: পিতৃহারা হলেন জিৎ গঙ্গোপাধ্যায় ৷ মারা গেলেন গায়ক-সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের বাবা কালী গঙ্গোপাধ্যায় ৷ দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি ৷ অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম-এর আইসিইউতে ভর্তি করা হয়েছিল তাঁকে ৷ আজ সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷
নামকরা শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষক ছিলেন তিনি ৷ জিতের প্রথম গুরুও তিনিই ৷ বাবার কাছেই গানে হাতেখড়ি হয়েছিল তাঁর ৷
সুরকারের পরিবার সূত্রে জানা গিযেছে, ডায়াবেটিস থেকে তিনি সেপসিসে আক্রান্ত হয়েছিলেন কালীবাবু।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 19, 2018 3:13 PM IST