Home /News /kolkata /
মারা গেলেন জিৎ গঙ্গোপাধ্যায়ের বাবা

মারা গেলেন জিৎ গঙ্গোপাধ্যায়ের বাবা

Jeet Ganguly. Photo: Facebook

Jeet Ganguly. Photo: Facebook

পিতৃহারা হলেন জিৎ গঙ্গোপাধ্যায় ৷ মারা গেলেন গায়ক-সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের বাবা কালী গঙ্গোপাধ্যায় ৷

  • Share this:

    #কলকাতা: পিতৃহারা হলেন জিৎ গঙ্গোপাধ্যায় ৷ মারা গেলেন গায়ক-সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের বাবা কালী গঙ্গোপাধ্যায় ৷ দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি ৷ অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম-এর আইসিইউতে ভর্তি করা হয়েছিল তাঁকে ৷ আজ সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷ নামকরা শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষক ছিলেন তিনি ৷ জিতের প্রথম গুরুও তিনিই ৷ বাবার কাছেই গানে হাতেখড়ি হয়েছিল তাঁর ৷ সুরকারের পরিবার সূত্রে জানা গিযেছে, ডায়াবেটিস থেকে তিনি সেপসিসে আক্রান্ত হয়েছিলেন কালীবাবু।

    First published:

    Tags: Death, Died, Jeet Ganguly, Kali Ganguly

    পরবর্তী খবর