আজ শুরু JEE main exam, শেষমুহূর্তে একবার দেখে নিন পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নিয়মগুলি

Last Updated:

পরীক্ষা দিতে রওনা হওয়ার আগে শেষ মুহূর্তে দেখে নিন পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নিয়মগুলি ও পরীক্ষার খুঁটিনাটি ৷ দেশজুড়ে এবছর সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ JEEMAIN চলবে ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

#কলকাতা: বিতর্ক, বিরোধিতার মাঝেই আজ, পয়লা সেপ্টেম্বর মঙ্গলবার থেকে সারাদেশে অনুষ্ঠিত হতে চলেছে জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা (জেইই- মেইন) ৷ পরীক্ষা দিতে রওনা হওয়ার আগে শেষ মুহূর্তে দেখে নিন পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নিয়মগুলি ও পরীক্ষার খুঁটিনাটি ৷ দেশজুড়ে এবছর সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ JEEMAIN চলবে ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক সমস্ত রাজ্যের সব মুখ্যমন্ত্রীদের আবেদন করেছেন যাতে জি মেন পরীক্ষার জন্য সবরকম ব্যবস্থা করে রাজ্যগুলি।
ন্যাশনাল টেস্টিং এজেন্সিও দেওয়া তথ্য অনুযায়ী এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে এ বছর  JEE MAIN  পরীক্ষা দিচ্ছে ৩৭,৯৭৩ যা গতবারের তুলনায় ২০০০পরীক্ষার্থী বেশি। মোট  ৬৬০ টি পরীক্ষার কেন্দ্র থেকে এই সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা নেওয়া হবে। মূলত এই সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ে প্রবেশিকা অনলাইনে নেওয়া হয়। সে ক্ষেত্রে করো না পরিস্থিতির কথা মাথায় রেখে এবং ছাত্র ছাত্রীদের যাতে সোশ্যাল ডিসটেন্স বজায় থাকে তার জন্য প্রত্যেক দিনে ১২ টি পর্যায় পরীক্ষা নেওয়া হবে। গতবছর যেখানে এই অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছিল আটটি পর্যায়ে।
advertisement
প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, JEEMAIN পরীক্ষা দেওয়ার সময় যাতে এক একটি পর্যায় অতিরিক্ত ছাত্র-ছাত্রী না আসে তার জন্য প্রত্যেক শিফটে পরীক্ষার্থীর সংখ্যা কমানো হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে দেশজুড়ে প্রত্যেক শিফটে পরীক্ষা দেবে ৮৫ হাজার পরীক্ষার্থী।
advertisement
পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য সকাল ৭টা থেকে শুরু রিপোর্টিং ৷৯টা থেকে পরীক্ষা শুরু ৷ প্রবেশের জন্য মাস্ক আবশ্যক ৷ সঙ্গে থাকতে হবে নিজের পেন ও স্যানিটাইজার ৷ তবে সংক্রমণ এড়াতে পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের একটি ফ্রেশ তিন লেয়ারের মাস্ক দেওয়া হবে, সেটি পরা বাধ্যতামূলক ৷ পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে প্রত্যেককে নিজের হাত স্যানিটাইজ করতে হবে ৷
advertisement
এরপর থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে শরীরের তাপমাত্রা মাপা হবে ৷ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হলে তাদের আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ পৃথক রুমে বসে পরীক্ষা দিতে হবে ৷
এরপর ডকুমেন্ট ভেরিফিকেশনের পালা ৷ অ্যাডমিট কার্ড ও ছবি, পরিচয়পত্র ভেরিফাই করে পরীক্ষার্থীদের নির্দিষ্ট রুমে পাঠিয়ে দেওয়া হবে ৷ নির্দিষ্ট দূরত্ব মেনে থাকবে বসার ব্যবস্থা ৷ প্রত্যেক পরীক্ষা শুরুর আগে ও শেষের পর কম্পিউটার স্যানিটাইজ করবে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মীরা ৷ বেরনোর সময়ও দুরত্ব বজায় রেখে একসঙ্গে পাঁচজনের বেশি পরীক্ষার্থীদের ছাড়া হবে না ৷
advertisement
JEE, নিট-এর জন্য মঙ্গলবার বাড়তি বাস চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য ৷  ভোর পাঁচটা থেকেই মিলবে বাস ৷ বাড়তি সরকারি বাস নামবে রাস্তায় ৷ ৯০০-এর পরিবর্তে ১৩০০ সরকারি বাস চলবে ৷ পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষের পর মিলবে বাড়তি বাস পরিষেবা ৷ বেসরকারি বাস মালিকদের কাছেও বাস পরিষেবা সচল রাখার আবেদন করেছে রাজ্য ৷ ট্যাক্সি,অটোচালকদেরও আবেদন পরিবহন দফতরের৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ শুরু JEE main exam, শেষমুহূর্তে একবার দেখে নিন পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নিয়মগুলি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement