#কলকাতা: ১৯ জানুয়ারি এক নতুন ইতিহাস তৈরির অপেক্ষা । লোকসভা ভোটের আগে তৃণমূলের ব্রিগেড সমাবেশ যেন মোদি-বিরোধী শক্তিগুলির মহাজোটের মঞ্চ। তৃণমূল সুপ্রিমোর উদ্যোগে ব্রিগেড সমাবেশে এক মঞ্চে আসছেন কংগ্রেস-সহ তামাম মোদি বিরোধী নেতৃত্ব ৷ থাকছেন কংগ্রেস, সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স, টিডিপি, আম আদমি পার্টি, জেডিইউ, আরজেডি, আরএলডির শীর্ষনেতারা ৷ ব্রিগেডে যোগ দিতে শুক্রবার বিকেলে কলকাতায় এসে পৌঁছলেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া ৷
মোদি বিরোধিতায় সব দলকে এক জায়গায় আনার উদ্যোগ ঐতিহাসিক। ব্রিগেডের সভায় যোগ দিতে এসে জানালেন জেডিএস সুপ্রিমো এইচ ডি দেবেগৌড়া। ব্রিগেডের সভায় ভবিষ্যতের দিক নির্দেশ করবে বলে দাবি প্রাক্তন প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন: উনিশের আগে ব্রিগেডমুখী জেলা, চলছে প্রস্তুতি, ভিড়ের টেক্কা দিতে প্রতিযোগিতা
কলকাতায় পৌঁছেই মমতার প্রশংসায় পঞ্চমুখ দেবেগৌড়া ৷ সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘মমতা খুবই পরিশ্রমী ৷ রাজনীতিতে পরিশ্রমী লোক দরকার ৷ আঞ্চলিক দলগুলি একজোট হয়েছে ৷ সরকারি এজেন্সি দিয়ে মমতাকে চাপে রাখার চেষ্টা করছে বিজেপি ৷ বিরোধীদের জোট বিজেপিকে হারাবে ৷’
শনিবারের ‘মহাব্রিগেড’ থেকে ভারতের অখণ্ডতা রক্ষার বার্তা দেওয়াই মমতার প্রধান লক্ষ্য ৷ এই অখণ্ডতা হল অসহিষ্ণুতার বিরুদ্ধে সহিষ্ণুতা ও সম্প্রীতির ৷ দীর্ঘদিন ধরেই বিজেপি, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে জাতি-ধর্ম-বর্ণের সম্প্রীতিকে খণ্ড করার অভিযোগ তুলে আসছেন তিনি ৷ তাই বিজেপির বিরুদ্ধে ১৯-র যুদ্ধের মঞ্চ থেকে প্রত্যেক রাজনৈতিক দলেরই বলার স্বাধীনতা থাকবে ৷ এই প্রসঙ্গে দেবেগৌড়া বলেন, ‘ধর্মনিরপেক্ষ জোটের চেষ্টা করছেন মমতা ৷ সব দলকে এক জায়গায় আনার চেষ্টা ৷ মমতার এই চেষ্টা ঐতিহাসিক ৷’
প্রসঙ্গত, আগামীদিনে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলি কিভাবে প্রচার কৌশল চালাবে তাও ঠিক হবে এই আলোচনায়। তবে শুধু-ই আলোচনা নয়, ব্যবস্থা থাকছে বাহারি খাবারেরও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Brigade, H D Deve gowda, Kolkata, Lok Sabha elections 2019