Bhabanipur By Poll Bjp Campaigning: প্রিয়াঙ্কার সঙ্গে ভবানীপুরে সম্বিত পাত্র, হঠাৎ এক গান আর স্লোগানেই ছন্দপতন! তারপর?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bhabanipur By Poll Bjp Campaigning: বৃহস্পতিবার সভা করার পর শুক্রবার সকালে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে নিয়ে ঘুরে-ঘুরে প্রচারের সময়ই সম্বিত পাত্রকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়াল ভবানীপুরে।
#কলকাতা: আর মাত্র কয়েকদিন। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন (Bhabanipur By Poll)। একদিকে যেমন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অপরদিকে আছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালও (Priyanka Tibrewal)। আর ভবানীপুরের এই উপনির্বাচনকে ঘিরেই এখন চলছে শেষ মুহূর্তের প্রচার। সেই প্রচারে অংশ নিতেই কলকাতা এসেছেন BJP-র সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra)। বৃহস্পতিবার সভা করার পর শুক্রবার সকালে প্রিয়াঙ্কাকে নিয়ে ঘুরে-ঘুরে প্রচারের সময়ই সম্বিত পাত্রকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়াল ভবানীপুরে।
ঠিক কী ঘটেছিল? স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে নিয়ে চক্রবেড়িয়া রোডে প্রচারে বেরিয়েছিলেন সম্বিত পাত্র। তখনই তাঁদের ঘিরে 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করেন স্থানীয় কয়েকজন। সেইসঙ্গে শুরু হয় গান, 'তুম তো ঠেহের পারদেশি..'। শুরুতে পাল্টা কোনও স্লোগানের রাস্তায় না হাঁটলেও এরপর বিজেপির তরফেও পাল্টা 'জয় শ্রীরাম' ও 'জয় জগন্নাথ' স্লোগান দেওয়া হতে থাকে। এই পরিস্থিতিতে উত্তেজনা অবশ্য আর বাড়েনি। দুপক্ষই একে অপরকে এড়িয়ে যান।
advertisement
অবশ্য এবারই প্রথম নয়, ভবানীপুর কেন্দ্রে এর আগেও স্থানীয় বাসিন্দাদের স্লোগানের মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। সম্প্রতি যদুবাবুর বাজার এলাকায় ঢোল বাজিয়ে সনাতনী নামকীর্তন দিয়ে প্রচার শুরু করেছিলেন প্রিয়াঙ্কা। আর ঠিক সেই সময়ই প্রিয়াঙ্কার সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এবং জয় বাংলা স্লোগান দিতে থাকেন ওই এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা। এরপরই প্রিয়াঙ্কা তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ‘মনের মধ্যে যদি ভয় নাই থাকে, তাহলে মুখ্যমন্ত্রী কেন প্রচারে নামছেন? আমি তো বাচ্চা মেয়ে, তাহলে বাচ্চা মেয়ের এত বিরোধিতা করছেন কেন? এত ভয় কীসের?’
advertisement
advertisement
প্রসঙ্গত, ভবানীপুর উপনির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দিল্লির নেতাদেরও প্রচারে নামাচ্ছে বিজেপি। এর আগে হরদীপ সিং পুরী প্রচার সেরে গিয়েছেন ভবানীপুর এলাকায়। সম্বিত পাত্রও এলেন প্রচারে। কলকাতায় এসে ভবানীপুরের প্রচারে নেমেই তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন সম্বিত পাত্র। বলেছেন, 'এক সময় বলা হত, পশ্চিমবঙ্গ আজ যা ভাবে, ভারত আগামীকাল তা ভাবে। অথচ আজ এই তৃণমূলের জমানায় বাংলা সমস্ত গড়িমা হারিয়ে ফেলেছে।' অপরদিকে, এদিনই কলকাতায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ভবানীপুরে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার সারবেন তিনিও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2021 10:58 AM IST