Jawhar Sircar: প্রতিদ্বন্দ্বী নেই-গ্রহণ মনোনয়ন, রাজ্যসভায় পা রাখছেন মমতার 'ট্রাম্পকার্ড' জহর!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Jawhar Sircar: ট্যুইটারে জহর সরকার লিখেছেন, 'অবিস্মরণীয় দিন এই ৩০ জুলাই, ২০২১। আমার রাজ্যসভার সদস্যপদের জন্য মনোনয়ন গৃহীত হয়েছে।'
#কলকাতা: কিছুকাল আগে পর্যন্তও ছিলেন দুঁদে আমলা, কিন্তু এখন তিনি পরিচিত হচ্ছেন পুরোদস্তুর রাজনীতিক হিসেবে। গত বুধবারই তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জহর সরকার। আর এদিন সেই মনোনয়ন পত্র গৃহীত হয়। যেহেতু আর কেউ প্রতিদ্বন্দ্বী নেই, তাই বিনা প্রতিদ্বন্দ্বীতাতেই রাজ্যসভায় পা রাখছেন তিনি। এদিন ট্যুইটারে জহর সরকার লিখেছেন, 'অবিস্মরণীয় দিন এই ৩০ জুলাই, ২০২১। আমার রাজ্যসভার সদস্যপদের জন্য মনোনয়ন গৃহীত হয়েছে।'
অনেক আগে থেকেই কট্টর মোদি-বিরোধী জহর সরকার। এমনকী মোদির বিরোধিতা করতে গিয়ে প্রসার ভারতীর সিইও পদও ছেড়ে দিয়েছেন সময়ের আগেই। তবে, তাঁর ঘনিষ্ঠ মহল বলছে, জহর সরকারের যে খুব মমতা-'প্রীতি' ছিল, এমনটাও খুব জোরের সঙ্গে বলা যেত না। আর সকলকে রীতিমতো চমকে দিয়ে সেই জহর সরকারই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যসভার সৈনিক হতে যাচ্ছেন।
advertisement
তবে তাঁকেই কেন রাজ্যসভায় পাঠাতে চাইছেন তৃণমূল নেত্রী, তা নিয়ে শুরুতে নিজেও একটু অবাকই হয়েছিলেন। সেই ঘোর এখনও কিছুটা বজায় আছে। 'নিউজ 18 বাংলা'কে তিনি বলেওছেন, 'কেন আমার মত একজন আমলাকে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) চয়েজ করলেন, জানি না। আমি এখনও সারপ্রাইজড। অর্থাৎ, মমতার এই 'সারপ্রাইজ'টা যে জহর সরকারের মতো দুঁদে আমলাকেও ভাবাচ্ছে, তা স্পষ্ট। রাজনৈতিক মহলের একাংশ বলছেন, জহর সরকারের যেমন দক্ষ প্রশাসক হিসেবে সুনাম রয়েছে, তেমনি কট্টর মোদি বিরোধী মুখ হিসেবেও তাঁর নাম রয়েছে। সেই জহর সরকারকেই রাজ্যসভায় পাঠিয়ে মমতা রীতিমতো 'ট্রাম্পকার্ড' ব্যবহার করতে চলেছেন।
advertisement
advertisement
Unforgettable day, 30th July 2021 — my nomination to Rajya Sabha was accepted after scrutiny by the Returning Officer & Secretary of WB Legislative Assembly. With me are, from left, Tapas Roy, Deputy Chief Whip, SK Rustagi CA, Miraj Shah Tax, Legal expert, Nirmal Ghosh Chief Whip pic.twitter.com/A0elg9I6tt
— Jawhar Sircar (@jawharsircar) July 30, 2021
advertisement
ছাত্র পরিষদ আর পরবর্তী কালে প্রিয়রঞ্জন দাশমুন্সির ঘনিষ্ঠ হিসাবে কংগ্রেসি ঘরানায় অভ্যস্ত ছিলেন জহর সরকার। তবে, নিজেকে রাজনীতিতে নিয়ে আসার জন্য তেমন কোনও পরিকল্পনা ছিল না এই দুঁদে আমলার। কিন্তু ঘটনাচক্রে এবার তিনি রাজ্যের শাসক দলের সাংসদ হিসেবে রাজ্যসভায় যাচ্ছেন। রাজনীতির কারবারিরা বলছেন, আমলা জহর একটু দোটানায় পড়েছেন। ভাবছেন, দীর্ঘ বর্ণময় আমলা জীবনের শেষে পৌঁছে তিনি কি পারবেন রাজনীতির আঙিনাতেও সফল হতে? সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2021 8:20 PM IST