Jawhar Sircar: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন, জগদীপ ধনখড়ের হাতে পদত্যাগপত্র তুলে দিলেন জহর সরকার

Last Updated:

Jawhar Sircar's Resignation: জহর সরকারের ইস্তফার ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে হল ১২।

জগদীপ ধনখড়কে পদত্যাগপত্র দিলেন জহর সরকার (Photo: X)
জগদীপ ধনখড়কে পদত্যাগপত্র দিলেন জহর সরকার (Photo: X)
কলকাতা: ইস্তফা দিলেন জহর সরকার। এদিন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে গিয়ে ইস্তফা দেন তিনি। জহর সরকারের ইস্তফার ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে হল ১২। দলকে আগেই জানিয়েছিলেন তিনি। এবার সরকারিভাবে তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন জহর সরকার। বৃহস্পতিবার জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে তিনি ইস্তফাপত্র তুলে দেন। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করার জন্য অনুরোধ করেন ধনখড়কে।
advertisement
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখি রবিবার সাংসদ পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগপত্র পাঠালেন তৃণমূল সাংসদ জহর সরকার। সংসদীয় বিধি মেনে বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে ধনখড়ের দফতরে গিয়ে তাঁর হাতে পদত্যাগপত্র তুলে দেন জহর সরকার।
advertisement
রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে নিজের সাংসদ পদ ছাড়ার কথা জানান জহর সরকার। পরে সংবাদমাধ্যমে প্রকাশিত হয় তাঁর পদত্যাগের খবর। ওই দিন বিকেলেই জহরকে বোঝাতে তাঁকে ফোন করেন মুখ্যমন্ত্রী। দীর্ঘক্ষণ কথা হয় দু’জনের মধ্যে। তবে সেই ফোনে বরফ গলেনি। তাঁর পক্ষে যে দলনেত্রীর অনুরোধ রাখা সম্ভব হচ্ছে না, সেদিনই তা জানিয়ে দেন জহর সরকার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jawhar Sircar: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন, জগদীপ ধনখড়ের হাতে পদত্যাগপত্র তুলে দিলেন জহর সরকার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement